"I am অমুক, I am from তমুক, and I support Israel"
"I am অমুক, I am from তমুক and I support ManU/Chelsea/Liverpool"
"I am অমুক, I am from তমুক and I lough at all the morons, hash-tagging "SupportGaza"
সিরিয়াসলি গাইজ, এটা আপনাদের কাছে কুল হওয়া? মুসলিম-ইহুদি ইস্যু না। যেখানে নিরীহ মানুষ পাখির মত মরছে, আমারা দুরে বসে সত্যি সত্যিই আর কিছু করতে না পেরে হ্যাশট্যাগ করে নিজেদের অবস্থান পরিষ্কার করছি - কিছু মানুষের এটা নিয়েও ফাইজালি করতে হল?!!!
যেখানে লাখ লাখ মানুষ #SupportGaza, #FreePalestine হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনের উপর এই বরবরচিত হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাচ্ছে, সেখানে কিছু মানুষের এটা নিয়ে তির্যক মন্তব্য দেখে মায়া লেগেছে।
কাকের ঝাঁকে মেকআপ মেখে ফেইক ময়ূর সেজে লোক না হাসালে কি চলতই না?
আপনারা বুদ্ধিমান? আর আমরা সবাই বলদ? সিরিয়াসলি?
নাকি বাকিরাই সুস্থ-স্বাভাবিক মানুষ? আর আপনারা মহামানব টাইপ কিছু?
যারা তাচ্ছিল্য করে প্রশ্ন করছেন যে এই হ্যাশট্যাগ করে কোন লাভ হচ্ছে কি না, তাদের প্রশ্নের জবাব দেয়ার ইচ্ছাও আমার নাই। তবে হ্যাঁ, শুনে রাখুন। লাভ একটা হচ্ছে বটে। ফ্রেন্ডলিস্টে একটা নতুন গ্রুপ খুলতে পারছি - Poor Attention Seeker Assholes নামে। (বিশ্বাস করেন, নামটা দেয়ার সময়ও নামের শর্টফর্মটা মাথায় আসে নাই)
শেষ কিছু কথাঃ
১। ভাই, আপনাকে কেউ পায়ে ধরে নাই হ্যাশট্যাগ করে স্ট্যাটাস দেয়ার জন্য। আপনি না দিলেও কেউ আপনাকে "ক্যান দিলেন না" বলে প্রশ্ন করবে না। চুপ থাকেন না রে ভাই, তাহলেও তো হয়।
২। কেউ কেউ 'সাপোর্ট গাজা' বা 'ফ্রি প্যালেস্টাইন' হ্যাশট্যাগ-ওয়ালা স্ট্যাটাস দিয়েছে বলে আপনারা যদি তাদের নিয়ে পাবলিক পোস্টে হাসাহাসি করতে পারেন, তাহলে আপনাদের নিয়েও আমি আমার পাবলিক পোস্টে যা খুশি বলার পূর্ণ অধিকার রাখি।
৩। আপনাদের পোস্টে গিয়ে আমি কমেন্ট দিয়ে আসি নাই। ইন ফ্যাক্ট আমার রুচিতেও কুলায় নাই। তাই দয়া করে আমার পোস্টে আপনাদের লেইম লজিক দিতে আসবেন না। আপনার লজিক আপনার, আমার লজিক আমার। উলটা-পালটা কমেন্ট দেখলে নগদে ব্লক করব।
৪। এই নেন। আবার দিলাম কাকের ঝাঁকের হুজুগে হ্যাশট্যাগ -
I am Razeeb Hasan Chowdhury, I am from @Bangladesh and I #SupportGaza . #FreePalestine .#Save #Humanity.
"I am অমুক, I am from তমুক and I support ManU/Chelsea/Liverpool"
"I am অমুক, I am from তমুক and I lough at all the morons, hash-tagging "SupportGaza"
সিরিয়াসলি গাইজ, এটা আপনাদের কাছে কুল হওয়া? মুসলিম-ইহুদি ইস্যু না। যেখানে নিরীহ মানুষ পাখির মত মরছে, আমারা দুরে বসে সত্যি সত্যিই আর কিছু করতে না পেরে হ্যাশট্যাগ করে নিজেদের অবস্থান পরিষ্কার করছি - কিছু মানুষের এটা নিয়েও ফাইজালি করতে হল?!!!
যেখানে লাখ লাখ মানুষ #SupportGaza, #FreePalestine হ্যাশট্যাগ দিয়ে ফিলিস্তিনের উপর এই বরবরচিত হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাচ্ছে, সেখানে কিছু মানুষের এটা নিয়ে তির্যক মন্তব্য দেখে মায়া লেগেছে।
কাকের ঝাঁকে মেকআপ মেখে ফেইক ময়ূর সেজে লোক না হাসালে কি চলতই না?
আপনারা বুদ্ধিমান? আর আমরা সবাই বলদ? সিরিয়াসলি?
নাকি বাকিরাই সুস্থ-স্বাভাবিক মানুষ? আর আপনারা মহামানব টাইপ কিছু?
যারা তাচ্ছিল্য করে প্রশ্ন করছেন যে এই হ্যাশট্যাগ করে কোন লাভ হচ্ছে কি না, তাদের প্রশ্নের জবাব দেয়ার ইচ্ছাও আমার নাই। তবে হ্যাঁ, শুনে রাখুন। লাভ একটা হচ্ছে বটে। ফ্রেন্ডলিস্টে একটা নতুন গ্রুপ খুলতে পারছি - Poor Attention Seeker Assholes নামে। (বিশ্বাস করেন, নামটা দেয়ার সময়ও নামের শর্টফর্মটা মাথায় আসে নাই)
শেষ কিছু কথাঃ
১। ভাই, আপনাকে কেউ পায়ে ধরে নাই হ্যাশট্যাগ করে স্ট্যাটাস দেয়ার জন্য। আপনি না দিলেও কেউ আপনাকে "ক্যান দিলেন না" বলে প্রশ্ন করবে না। চুপ থাকেন না রে ভাই, তাহলেও তো হয়।
২। কেউ কেউ 'সাপোর্ট গাজা' বা 'ফ্রি প্যালেস্টাইন' হ্যাশট্যাগ-ওয়ালা স্ট্যাটাস দিয়েছে বলে আপনারা যদি তাদের নিয়ে পাবলিক পোস্টে হাসাহাসি করতে পারেন, তাহলে আপনাদের নিয়েও আমি আমার পাবলিক পোস্টে যা খুশি বলার পূর্ণ অধিকার রাখি।
৩। আপনাদের পোস্টে গিয়ে আমি কমেন্ট দিয়ে আসি নাই। ইন ফ্যাক্ট আমার রুচিতেও কুলায় নাই। তাই দয়া করে আমার পোস্টে আপনাদের লেইম লজিক দিতে আসবেন না। আপনার লজিক আপনার, আমার লজিক আমার। উলটা-পালটা কমেন্ট দেখলে নগদে ব্লক করব।
৪। এই নেন। আবার দিলাম কাকের ঝাঁকের হুজুগে হ্যাশট্যাগ -
I am Razeeb Hasan Chowdhury, I am from @Bangladesh and I #SupportGaza . #FreePalestine .#Save #Humanity.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন