সেদিন দেখি পাড়ার ডিশের চ্যানেলে একটা মুভি দেখাচ্ছে। স্ক্রিনের কোনায় বাংলা হরফে নাম লেখা - "হিগওয়ে"।
আমার ব্ল্যাংক লুক দেখে বউ বুঝিয়ে বলল, মুভির নাম আসলে "হাইওয়ে"।
এরপর থেকে আমি মহা আগ্রহে ওই চ্যানেলে মুভির নামগুলি খেয়াল করতে লাগলাম। এবং, আল্লাহ্র কসম লাগে, ওরা আমাকে একবারের জন্যেও হতাশ করে নাই।
একদিন চালালো "রাবনা বানা"। মুভিটা কিছুক্ষণ দেখে বুঝলাম, ওইটার "রাব নে বানা দি জোড়ি"।
আরেকদিন ছিল "টুশটেট"।
"বরপি", "কাবি খুশি কাবি গুম", "দিল ছাতা হে" ... লিস্ট অনেক লম্বা রে ভাই।
কোনটা ছেড়ে কোনটা বলব!
আমার ব্ল্যাংক লুক দেখে বউ বুঝিয়ে বলল, মুভির নাম আসলে "হাইওয়ে"।
এরপর থেকে আমি মহা আগ্রহে ওই চ্যানেলে মুভির নামগুলি খেয়াল করতে লাগলাম। এবং, আল্লাহ্র কসম লাগে, ওরা আমাকে একবারের জন্যেও হতাশ করে নাই।
একদিন চালালো "রাবনা বানা"। মুভিটা কিছুক্ষণ দেখে বুঝলাম, ওইটার "রাব নে বানা দি জোড়ি"।
আরেকদিন ছিল "টুশটেট"।
"বরপি", "কাবি খুশি কাবি গুম", "দিল ছাতা হে" ... লিস্ট অনেক লম্বা রে ভাই।
কোনটা ছেড়ে কোনটা বলব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন