শনিবার, ৫ জুলাই, ২০১৪

"8 person. 600 KG"

"8 person. 600 KG"

এটা আমার মত "ভাল স্বাস্থ্যের" অধিকারী মানুষদের জন্য বড়ই বিব্রতকর একটা সাইন, যা বেশির ভাগ লিফটের ভিতরেই থাকে।

পাবলিক লিফটে উঠেই আমি "ইয়া নফসি, ইয়া নফসি" করতে থাকি। আমি সহ ৫ জন উঠলেই আমি দোআ করতে থাকি যেন লিফটে আর কোন লোক না ওঠে।

কখনো কখনো বেঁচে যাই। কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রেই বাঁচি না।

সাধারণত ৬ নম্বর লোকটা ওঠার সাথে সাথেই লিফট প্যাঁ প্যাঁ করে অ্যালার্ম দিতে থাকে, "ওভারলোড,ওভারলোড"।

তারপরের কনভারসেশনগুলা সাধারণত কপি-পেস্ট, সেইম টু সেইম।

ভিতরের একজন ৬ নম্বর লোকটাকে লিফট থেকে নেমে জেতে বলবে। লোকটা পাত্তা না দিয়ে লিফটে উঠে পরবেন। এদিক-সেদিক নাড়াচাড়া দিয়ে দাঁড়িয়ে অ্যালার্ম বন্ধ করার চেষ্টা করবেন। কিন্তু কোন কিছুতেই কোন কাজ হবে না।

তারপর তিনি বিরক্ত হয়ে গজগজ করতে করতে নেমে যাবেন।

একজন বলবেন, "লিফটের অবস্থা তো পুরাই কেরোসিন। লেখা ৮ জন, ৫ জন উঠতে না উঠতেই ওভারলোড। কোন মানে আছে?"

আরেকজন বলবে, "এই ৫ জনে ৬০০ কেজি হয় ক্যামনে? আজাইরা লিফট একটা।"

ঠিক তখনি...

ঠিক তখনি...

তাদের একজনের নজর পরবে আমার উপর। মোবাইল ফোনে এসএমএস পড়ার ভান করতে করতে আমি তখন শিওর হব - মনে মনে জপতে থাকা "ইয়া নফসি" আবারও ফেল করেছে।

ফিচেল একটা গা জ্বালানি হাসি দিয়ে ভদ্রলোক বলবেন, "ওহ, না না, লিফট ঠিকই আছে। ভাই মোটামুটি ৩ জনের প্রক্সি দিয়ে দিসেন। হে হে।"

বাকিরাও তখন "নতুন চোখে" আমাকে মাপতে থাকে।

কি আশ্চর্য!!! একেকজনের চেহারা একেকরকম। কিন্তু সবার ফিচেল হাসিটা হুবহু এক। পুরাই কপি-পেস্ট!

...
...
...
...
...

"8 person. 600 KG"

ফাইজলামির একটা সীমা থাকা উচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন