সোমবার, ২৬ মে, ২০১৪

আমার মেয়ের সুউচ্চ বিচার

আমার মেয়ে আর তার মা'এর কথোপকথন:

মেয়ে: মা। বাবাকে প্রতিদন অফিস যেতে হয় কেন? 

মা: মামনি, বেচে থাকার জন্য টাকা দরকার।  আর, বাবা অফিস না গেলে টাকা আসবে কিভাবে? 

মেয়ে: টাকা আনতে অফিসে যাওয়া লাগবে কেন? টাকা তো ব্যাংক থেকেই পাওয়া যায়।  

মা: তা যায়। কিন্তু তার আগে ব্যাংকে টাকা রেখে আসতে হয় রে মা। বাবা অফিস না গেলে সেই টাকাটা আসবে কোত্থেকে? 

মেয়ে: কেন? নানা ব্যাংকে টাকা রেখে আসবে। যখন দরকার, বাবা ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসবে।  



......


আহা, আহা, কি সুউচ্চ বিচার আমার ৯ বছরের মেয়ের! এমন মেয়ে থাকলে আর কি লাগে বলেন? 

দুঃখ হলো, এই সুন্দর হিসাবটা আমার এতটুকু মেয়ের মাথায় ঢুকলেও, তার মা আর নানার মাথায় কেন যেন ঢোকে না :( 



.....

*** ইয়ে ... মানে ... মেয়ের বিয়ের বয়স হওয়ার আগেই এসব ক্রিয়েটিভ বুদ্ধি তার মাথা থেকে বিদায় নিলেই বাঁচি। 

1 টি মন্তব্য: