যাব বেড়াতে,
মন ফেরাতে।
মালয়েশিয়া,
ট্রু'লি এশিয়া!
কথা বলবো,
ব্যথা ভুলবো,
বসে থাকবো
রাতে সাগরে,
ছেঁকে নীলজল,
থেকে নীলাকাশ,
নিয়ে হাসিমুখ
ফিরবো ঘরে।
(এইবার আসল পয়েন্টে আসি...)
ভেবে পাওনা-
দার আমাকে
যারা এদিক সেদিক
পালাতেন,
গলা শুকিয়ে,
খোমা লুকিয়ে,
যারা হিং-টিং-ছট
চালাতেন ...
সেই ভায়েরা,
সেই বোনেরা,
যদি একটু
কথা শুনতেন।
বলি, বেশি না
খুবই সামান্য
কিছু টাকা যদি
প্লিজ গুনতেন।
ইহা রিকোয়েস্ট,
কাতর আকুতি;
নয় ঘুরানো-প্যাঁচানো
ইঙ্গিত;
টাকাটা পেলে
কাল সকালে
কিনে ফেলতাম
কিছু রিঙ্গিত।
মন ফেরাতে।
মালয়েশিয়া,
ট্রু'লি এশিয়া!
কথা বলবো,
ব্যথা ভুলবো,
বসে থাকবো
রাতে সাগরে,
ছেঁকে নীলজল,
থেকে নীলাকাশ,
নিয়ে হাসিমুখ
ফিরবো ঘরে।
(এইবার আসল পয়েন্টে আসি...)
ভেবে পাওনা-
দার আমাকে
যারা এদিক সেদিক
পালাতেন,
গলা শুকিয়ে,
খোমা লুকিয়ে,
যারা হিং-টিং-ছট
চালাতেন ...
সেই ভায়েরা,
সেই বোনেরা,
যদি একটু
কথা শুনতেন।
বলি, বেশি না
খুবই সামান্য
কিছু টাকা যদি
প্লিজ গুনতেন।
ইহা রিকোয়েস্ট,
কাতর আকুতি;
নয় ঘুরানো-প্যাঁচানো
ইঙ্গিত;
টাকাটা পেলে
কাল সকালে
কিনে ফেলতাম
কিছু রিঙ্গিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন