১.
গাড়ির পিছনের সীটে পলিথিনের পুটলীতে রাখা মাটিতে পোঁতা একটা বেলি গাছ।
রিয়ার ভিউ মিররে চিকন একটা ডালের শেষ মাথায় কিছু পাতা আর দুইটা আধফোটা বেলি ফুল।
এসি'র বাতাসে তিরতির করে কাঁপছে ডালটা; আরাম বাতাসে কাঁপছে ফুল দু'টিও।
২.
২১ বছর আগে। কলেজ ফার্স্ট ইয়ার। টিউশনির প্রথম বেতন পেয়েছি। প্রথম রোজগার।
আড়ং থেকে আম্মার জন্য একটা রূপার দুল কিনলাম।
আম্মার জন্য নিজের টাকায় কেনা এটাই আমার প্রথম উপহার।
আম্মা রেগে গেছিল। "এতগুলা" টাকা এভাবে "অপচয়" করার জন্য।
তখন কোনো মাদার্স ডে ছিল না।
৩.
গাড়ির ভিতর বেলি ফুলের গন্ধ।
এই গন্ধটা আম্মার খুব প্রিয়। বেলি আমার সবচেয়ে প্রিয় ফুল।
গাড়িতে করে বেলি ফুলের গাছটা আম্মার কবরে লাগাবো বলে নিয়ে যাচ্ছি।
আম্মার জন্য আমাদের সবার পক্ষ থেকে উপহার।
আজকে মাদার্স দে।
আম্মা, তোমাকে অনেক ভালবাসি।
গাড়ির পিছনের সীটে পলিথিনের পুটলীতে রাখা মাটিতে পোঁতা একটা বেলি গাছ।
রিয়ার ভিউ মিররে চিকন একটা ডালের শেষ মাথায় কিছু পাতা আর দুইটা আধফোটা বেলি ফুল।
এসি'র বাতাসে তিরতির করে কাঁপছে ডালটা; আরাম বাতাসে কাঁপছে ফুল দু'টিও।
২.
২১ বছর আগে। কলেজ ফার্স্ট ইয়ার। টিউশনির প্রথম বেতন পেয়েছি। প্রথম রোজগার।
আড়ং থেকে আম্মার জন্য একটা রূপার দুল কিনলাম।
আম্মার জন্য নিজের টাকায় কেনা এটাই আমার প্রথম উপহার।
আম্মা রেগে গেছিল। "এতগুলা" টাকা এভাবে "অপচয়" করার জন্য।
তখন কোনো মাদার্স ডে ছিল না।
৩.
গাড়ির ভিতর বেলি ফুলের গন্ধ।
এই গন্ধটা আম্মার খুব প্রিয়। বেলি আমার সবচেয়ে প্রিয় ফুল।
গাড়িতে করে বেলি ফুলের গাছটা আম্মার কবরে লাগাবো বলে নিয়ে যাচ্ছি।
আম্মার জন্য আমাদের সবার পক্ষ থেকে উপহার।
আজকে মাদার্স দে।
আম্মা, তোমাকে অনেক ভালবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন