রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

পেট-ভরা লাউ

ওকে।  এবার একটু সিরিয়াস কথা বলি। একদমই আমার ব্যক্তিগত মতামত। যে কেউ ভদ্র ভাষায় মন্তব্য করতে পারেন। 

আওয়ামিলিগ গত বেশ কিছুদিন ধরে নির্বাচনের নামে যা করলো, তাকে "গলা টিপে গণতন্ত্র-হত্যা" বা সহজ কথায় "স্বৈরশাসন" বললে ভুল হবে না।  

জানি, এইপর্যন্ত পড়ে বিএনপি সমর্থক বন্ধুরা মাথা দুলিয়ে আমার সাথে সহমত জানাচ্ছেন। 

এবার নেক্সট প্রসঙ্গে আসি।  একটু ভেবে বলুন তো, এত দুর্নীতির পরও সাধারণ মানুষ রাস্তায় নামছে না কেন? প্লিজ, দয়া করে "পুলিশের লাঠির ভয়", "ছাত্রলীগের পান্ডাদের ডান্ডার ভয়" ইত্যাদি লেইম লজিক দিবেন না।  এর থেকে বড় ভয় ৯০'এ ছিল, তারপরও রাজপথে নামতে মানুষ দ্বিধা করেনি। 

এতকিছুর পরও আমজনতা রাস্তায় নামছেনা, বিক্ষোভে ফেটে পড়ছেনা - তার কারণ হলো অল্টারনেটিভ হিসেবে বিএনপি-জামাত-জোট'কে মেনে নেয়ার মত ক্রেডিবিলিটি তারা কোনভাবেই অর্জন করতে পারেনি। জনতা ভাবছে লাউ আর কদু যেহেতু একই, ইটস বেটার টু হ্যাভ "পেট-ভরা লাউ" দ্যান "ক্ষুধার্ত-কদু"। ক্ষমতায় এসেই খাই-খাই তো আর শুরু করবেনা।  

কিন্তু ...

একটা শক্তিশালী বিরোধীদল ছাড়া "পেট-ভরা লাউ" যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটা বুঝতে কিন্তু খুব একটা বুদ্ধি খরচ করতে হয়না।  "পেট-ভরা লাউ" এখন এতটাই পাওয়ারফুল, যে আমাদের কথা তাদের কানে ঢুকবে না; ইনফ্যাক্ট, যারা ক্ষমতায় থাকে, তাদের কানে কখনই আমজনতার কথা ঢোকেনা। তাই জনগনের শেষ ভরসা - বিরোধীদলের কাছে আমার আকুল মিনতি - দয়া করে মানুষের দাবিটা বুঝুন, নিজেদের কাজকর্মের মাধ্যমে মানুষের চাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করুন, ময়লা-আবর্জনা শরীর থেকে ধুয়ে-মুছে পবিত্র হোন; দেখবেন এই জনগণই মিছিল করে বালুর ট্রাক সরাতে গেছে, এই জনগনই রাজপথে নেমে আবার স্বৈরাচার-বিরোধী স্লোগান দিচ্ছে এবং সেজন্য আপনাদের পকেট থেকে এক পয়সাও খরচ হচ্ছেনা! 

যেটা আগেও একবার বললাম, ক্ষমতায় যারা থাকে, তাদের কান পর্যন্ত সাধারণত জনতার আওয়াজ পৌঁছে না, তারপরও একটু বলি। ইতিহাস কিন্তু বলে আসছে ৫ বছরের টার্ম পার করার সম্ভাবনা আওয়ামীলীগের নেই বললেই চলে। যদি সত্যিই ইতিহাসকে ভুল প্রমান করতে চান, একটু আত্মপলব্ধির জায়গাটা নিয়ে কাজ করুন। ঠিক মানুষগুলিকে ঠিক জায়গায় রাখুন, কথাবার্তায় সংযত হোন, সত্যি-সত্যি দুর্নীতির বিরুদ্ধে ভালকিছু করুন - আর একটু নমনীয় হোন; বিরোধীদলের নেত্রীর পিছনে সারাক্ষণ লেগে থাকাটা প্রধানমন্ত্রীর শোভা পায়না। দেশ নিয়ে বেশি ভাবুন, দল আর ক্ষমতা নিয়ে না।  দেখবেন, ৫ বছর কেনো, ২৫ বছরেও কেউ আপনাদের গদি থেকে নামাতে পারবেনা। 

৯০'এ আমরা সামনে কি আছে জানতাম না।  আপনাদের সবাইকেই দেখা হয়ে গেছে আমাদের; তার মানে, আপনারা যদি না শুধরান তাহলে সামনে কি আছে এবার জানি আমরা। 

সামনে খুব খারাপ দিন আসছে। তাই, সময় থাকতেই বোধদয় হোক সবার। আমীন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন