"কবরস্থানে মোবাইল ফোন সাবধানে রাখবা; এখানে মোবাইল চোরের বিশাল একটা চক্র কাজ করে। কবর দিতে যখন মানুষরা আসে, স্বাভাবিকভাবেই তারা তখন মেন্টালি লো থাকে, পাঞ্জাবির পকেট থেকে মোবাইল চুরি করার এইটা হলো মোক্ষম সুযোগ। সো, একদম সাবধান।"
বনানী কবরস্থানে আজকে দুপুরে গিয়ে দেখি এক মোবাইল চোর'কে হাতেনাতে ধরা হয়েছে, কবর দিতে আসা এক ফ্যামিলির ৩ জনের পকেট থেকে ৩টা দামী মোবাইল ফোন ততক্ষণে সে নিজের পকেটস্থ করে ফেলেছে; কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। যাই হোক, চোর ছেলেটা বেশ সেয়ানা। চোখের জল, নাকের জল এক করে, মৃত ব্যক্তির মাথার কিরা কেটে সিম্প্যাথি আদায় করে ফেলে সে। হালকার উপর মাইর দিয়ে এবং "আর চুরি করব না" প্রমিস করিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
সো, দা চোর'স আর স্টিল আউট দেয়ার। বি কেয়ারফুল।
আম্মা ৩৫ বছর শিক্ষকতা করেছেন তো। কবরে যাওয়ার পরও জ্ঞান দেয়া ছাড়তে পারেন নাই। উপরের লেসনটা আজকে আম্মার কাছ থেকেই জেনে এসেছি।
একেই বলে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন