সিচুয়েশনটা একটু ঠান্ডা মাথায় হজম করার চেষ্টা করুন।
আপনার রং তো বাদামী, তাই না? না সাদা, না কালো। হঠাত একদিন ঘুম থেকে উঠে শুনলেন, আপনি যে পাড়ায় থাকেন সেটা বাদ দিয়ে গোটা শহরটা দখল করে নিয়েছে সাদা আর কালোরা। শহরের উত্তরদিক নিয়ে নিয়েছে সাদারা, দক্ষিনদিক কালোরা।
আপনি বললেন - "তাতে সমস্যা কি? আমরা তো একটা অসাম্প্রদায়িক, সেকুলার জাতি, কে সাদা, কে কালো, কে বাদামী - তাতে আমাদের কি এসে যায়?"
আপনি যা শুনলেন তা হলো - "ঘটনাটা তেমন হলে তো ভালই হত। কিন্তু বাস্তবচিত্র তো ভিন্ন। সাদার সাথে কালোর গ্যাঞ্জামে যদি একটা বাদামীকে পোড়ানো যায়, তাহলে কখনো এর লাভ, কখনো ওর। এ নিয়ে বেশি উচ্চবাচ্চও করতে পারবেন না, একদম গলা টিপে ধরবে। এ নিয়ে কোথাও নালিশও করতে পারবেন না, কে শুনবে আমাদের কথা? হয় পালান, নাহয় চুপচাপ গা'এর রং পাল্টে হয় সাদা হয়ে যান, নাহয় কালো।"
..........
কি করবেন এখন? বাঁচতে পারবেন এভাবে? ভয়ে ভয়ে?
..........
অথচ, আমার বন্ধু অমিতাভ বড়ুয়ার রং যা, বাবার বন্ধু কেশব কাকুর রং'ও তাই। তাদের রং যা, আমার-আপনারও সেই একই রং। আমাদের সবার রং'ই বাদামী। আমাদের সবার হাত কাটলে এক রঙের রক্তই বের হয়। ওরা "সংখ্যালঘু" নাম নিয়ে ভয়ে ভয়ে বাঁচবে, আর আমরা "মেজরিটি" ট্যাগ লাগিয়ে বুক ফুলিয়ে! বাহ, ভালো তো, ভালো না?
এসব লেখায় কোনো কাজ হবে না, জানি। যারা "মানুষ" তাদের জাগাতে লেখা, গান বা কোনো ইভেন্টের প্রয়োজন পরে না। আর যারা "অমানুষ", যারা নিজেদের স্বার্থের জন্যে ভাই'এর ঘরে আগুন দেয়, তাদের জাগানো আদৌ সম্ভব কিনা আমি জানিনা।
এটুকু জানি, এদেশের মাটিতে একজন অমুসলিম ভাই বা বন্ধুর ঘর জ্বললে সেই অন্যায়ের দায় আমি এড়াতে পারি না। মুসলিম হিসেবেও না, বাংলাদেশী হিসেবেও না।
আপনার রং তো বাদামী, তাই না? না সাদা, না কালো। হঠাত একদিন ঘুম থেকে উঠে শুনলেন, আপনি যে পাড়ায় থাকেন সেটা বাদ দিয়ে গোটা শহরটা দখল করে নিয়েছে সাদা আর কালোরা। শহরের উত্তরদিক নিয়ে নিয়েছে সাদারা, দক্ষিনদিক কালোরা।
আপনি বললেন - "তাতে সমস্যা কি? আমরা তো একটা অসাম্প্রদায়িক, সেকুলার জাতি, কে সাদা, কে কালো, কে বাদামী - তাতে আমাদের কি এসে যায়?"
আপনি যা শুনলেন তা হলো - "ঘটনাটা তেমন হলে তো ভালই হত। কিন্তু বাস্তবচিত্র তো ভিন্ন। সাদার সাথে কালোর গ্যাঞ্জামে যদি একটা বাদামীকে পোড়ানো যায়, তাহলে কখনো এর লাভ, কখনো ওর। এ নিয়ে বেশি উচ্চবাচ্চও করতে পারবেন না, একদম গলা টিপে ধরবে। এ নিয়ে কোথাও নালিশও করতে পারবেন না, কে শুনবে আমাদের কথা? হয় পালান, নাহয় চুপচাপ গা'এর রং পাল্টে হয় সাদা হয়ে যান, নাহয় কালো।"
..........
কি করবেন এখন? বাঁচতে পারবেন এভাবে? ভয়ে ভয়ে?
..........
অথচ, আমার বন্ধু অমিতাভ বড়ুয়ার রং যা, বাবার বন্ধু কেশব কাকুর রং'ও তাই। তাদের রং যা, আমার-আপনারও সেই একই রং। আমাদের সবার রং'ই বাদামী। আমাদের সবার হাত কাটলে এক রঙের রক্তই বের হয়। ওরা "সংখ্যালঘু" নাম নিয়ে ভয়ে ভয়ে বাঁচবে, আর আমরা "মেজরিটি" ট্যাগ লাগিয়ে বুক ফুলিয়ে! বাহ, ভালো তো, ভালো না?
এসব লেখায় কোনো কাজ হবে না, জানি। যারা "মানুষ" তাদের জাগাতে লেখা, গান বা কোনো ইভেন্টের প্রয়োজন পরে না। আর যারা "অমানুষ", যারা নিজেদের স্বার্থের জন্যে ভাই'এর ঘরে আগুন দেয়, তাদের জাগানো আদৌ সম্ভব কিনা আমি জানিনা।
এটুকু জানি, এদেশের মাটিতে একজন অমুসলিম ভাই বা বন্ধুর ঘর জ্বললে সেই অন্যায়ের দায় আমি এড়াতে পারি না। মুসলিম হিসেবেও না, বাংলাদেশী হিসেবেও না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন