বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

বিয়ে বিয়ে

জয়ী জীয়ন'কে কবিতা শিখিয়েছে। 

জয়ী বলে: "চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদমতলায় ..."
জীয়ন বলে: "তেএএএ"
জয়ী বলে: "হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামনির ..."
জীয়ন বলে: "বিয়েএএএ"

এরপর তাকে আরো কিছু  কবিতা শেখানো হলো।  

আমি অফিস থেকে বাড়ি ফেরার পর, মেয়ে মহা উত্সাহে বলল: "বাবা, জানো, জীয়ন আরো ২টা কবিতা শিখেছে।"
আমি বললাম: "বেশ।  ডাক জীয়নকে। নতুন কবিতা শুনি।"

জয়ী বলে: "তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলাব্যাঙের... "
জীয়ন বলে: "বিয়েএএএ"
জয়ী বলে: "খায় দায় গান গায়, তাইরে নাইরে ..."
জীয়ন বলে: "বিয়েএএএ"

জয়ী মহা বিরক্ত: "উফ্ফ, এইটা বিয়ে না ভাইয়া, এটা অন্যটা। আচ্ছা, অন্যটা বলি।"

জয়ী বলে: "আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ..."
জীয়ন মহা উত্সাহে বলে: "বিয়েএএএ"
জয়ী চোখ পাকিয়ে বলে: "এত ডাকি তবু কথা কয় না কেন  ..."
জীয়ন আরো উত্তেজিত হয়ে চিত্কার দিয়ে বলে: "বিয়েএএএ"

জয়ী কাঁদো কাঁদো চেহারা করে বলে: "বাবাআআ, ও খালি বিয়ে বিয়ে করছে ক্যান?"

আমিও তো বুঝতেসি না রে মা।  ছেলে আমার এই বয়সেই বিয়ে বিয়ে ক্যান করতেসে !!! 

এ কিসের আলামত গো খোদা? এ কিসের আলামত? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন