মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

মেরা আপনা খুন থা।"

বাঘের ধাওয়া খেয়ে কুকুরের দল লেজ গুটিয়ে পালালো। 

কুকুর-রাজ জরুরি সভা তলব করলো: "উস বাঘ মুল্লুক'কো এক জবরদস্ত শিক্ষা দেনা হোগা। কুছ প্ল্যান বাতাও।"
কুকুরদের ক্রিয়েটিভ হেড মাথা চুলকে বললো: "হুজুর, বাঘ মুল্লুক মে হামারা বেস্ট কুত্তে'কো ভেজ দেতে হ্যায়। টাইম আনে পার হামারা কুত্তা বাঘ'কো মার দে গা। "
কুকুর-রাজ: "ওয়াহ! কেয়া প্ল্যান হ্যায়। মারহাবা। লেকিন, হামারা বেস্ট কুত্তা কউন হ্যায়?"
ক্রিয়েটিভ হেড: "হুজুর, আপ তো জানতে হ্যায়, হামারা বেস্ট কুত্তা আপকা বেটা হি হ্যায়। হি ইজ দা বেস্ট। হি ইজ আওয়ার সুপার-ডগ।"
কুকুর-রাজ: "নেহিইইইই, ইয়ে কেয়া বোলতা হ্যায়। উও তো মেরা বেটা হ্যায়। উসকো ম্যায় নেহি ভেজুঙ্গা। আগার উসে কুছ হো গেয়া তো মেরা কেয়া হোগা?" 
ক্রিয়েটিভ হেড: "নেহি হোগা হুজুর। বাঘ মুল্লুক মে হামারা কুছ কুত্তালোগ ভি হ্যায়। উও হামারা প্রিন্স'কো দেখভাল করেঙ্গে।"

কুকুর-রাজ রাজি হয়।  কুকুর-রাজপুত্র নেড়ি-কুকুরের ছদ্মবেশে বাঘ-মুল্লুকে প্রবেশ করে এবং ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে, কবে সে বাঘদের মওকা মত পাবে।

কিন্তু বিধি বাম।  কুকুরের স্বভাব কি বদলানো এত সোজা? পাকনামি করতে গিয়ে একদিন ঠিকই ধরা পরে যায় বাঘবাহিনীর হাতে। বিচার হয়, ঝুলিয়ে দেয়া হয় ফাঁসিতে। বাঘ-সমাজ মনে করে, যাক... একটা ছিচ্কে কুকুর তো সাজা পেল ... 

কিন্তু... ঘটনা তো এখানেই শেষ না।  কুকুর-মুল্লুকে তো তখন মাতম উঠেছে। হায় হায় রব, হাম তো লুট গ্যায়ে, বরবাদ হো গ্যায়ে...

বাঘ'রা তো কিছু বুঝতে পারছে না! সবার মনে একই প্রশ্ন, সামান্য একটা নেড়ি-কুকুরের জন্য কুকুর-মুল্লুক এমন আবেগে কাইন্দালাইতেসে ক্যান? 
.
.
.
.
এই প্রশ্নের জবাব কুকুর-রাজ ক্যামনে দিবে বলেন?
বেচারা তো আর চিক্কুর পাইরা কইতে পারে না - "মোল্লা কোয়ী মামুলি কুত্তা নেহি থা রে, উও মেরা বেটা থা।  মেরা আপনা খুন থা।"  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন