সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

জয়তু বিডিসাইক্লিস্ট, জয়তু বাংলাদেশ !

প্রধানমন্ত্রীর অফিস। সকাল ৯:৩০... 

প্রধানমন্ত্রীর হেড অফ সিকিউরিটির কপাল বেয়ে চিকন ঘাম বেয়ে পড়ছে। এ কি আজব টেনশন রে বাবা! .... 

প্রধানমন্ত্রী: চলো, বের হই আমরা। মিটিং ধরতে হবে না? 

হেড অফ সিকিউরিটি: মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটু ওয়েইট করতে হবে।
  
প্রধানমন্ত্রী (একটু বিরক্ত): কেন? কি হলো আবার? রাস্তায় গ্যান্জাম নাকি?

হেড অফ সিকিউরিটি (একটু বিব্রত): না মাননীয় প্রধানমন্ত্রী, রাস্তায় সাইকেল! 

প্রধানমন্ত্রী (আরেকটু বিরক্ত): মানে কি? ১০ মিনিট আগে রাস্তা খালি করা হয়নি? আর... সাইকেল মানে কি? 

হেড অফ সিকিউরিটি (ঘাম মুছতে মুছতে): মাননীয় প্রধানমন্ত্রী। হাজার হাজার সাইকেল। ১৫ মিনিট ধরে যাচ্ছে তো যাচ্ছেই। আরো কতক্ষণ ধরে যায়, বুঝতে পারছিনা। এত বড় মিছিল, এখন তো মাথাও দেখি না, লেজ'ও দেখিনা।  

প্রধানমন্ত্রী: বলো কী !!! এরা আবার কারা? ইসি'কে ফোন লাগাও, বিরোধীদল কি "সাইকেল" মার্কা নিয়ে ইলেকশন করতেসে নাকি? 

হেড অফ সিকিউরিটি: না মাননীয় প্রধানমন্ত্রী, এরা কোনো পার্টি না।  সবার গায়ে লাল-সবুজ পতাকা। সবাই গান গাইতে গাইতে আর "বাংলাদেশ বাংলাদেশ" স্লোগান দিতে দিতে রাস্তা কাঁপিয়ে যাচ্ছে। কি করবো? RAB-কে বলবো অ্যাকশনে নামতে? 

প্রধানমন্ত্রী (মুচকি হেসে): নাহ থাক, সবদিন তো আমার জন্য ওদের দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায়; আজকে নাহয় ওদের জন্য আমি একটু দাঁড়ালাম। দেশটা তো ওদেরই, তাই না? ওরাই তো বাংলাদেশ। 



[প্রধানমন্ত্রী এবং তার হেড অফ সিকিউরিটির মধ্যেকার কথপকথনটি কাল্পনিক হলেও (যদিও অনেক সুইট), প্রধানমন্ত্রী অফিসের সামনে সাইকেলের শো-ডাউনটি ১০০% সত্যি। আজকে সকালে যারা ঢাকার রাজপথে "বিজয় রাইড"-এ ছিলেন তারা অভূতপূর্ব এই দৃশ্যের সাক্ষী। যারা দেখেননি, তারা বিশাল একটা জিনিস মিস করেই ফেলেছেন। তাদের জন্য প্রথম কমেন্টে একটা ছবি দিয়ে দিচ্ছি। মুরগি তো পাইলেন না, ঝোল'ই খান। ]

পতাকা আর জাতীয় সঙ্গীতের বিশ্বরেকর্ডের চিপায় এই রাইড কিছুটা ঢাকা পড়ে গেলেও, সাইকেল-রেভলিউশনটা কিন্তু আসলেই সেইরকম-লেভেলে পৌঁছে গেছে। লিখে দিতে পারি, নেক্সট রাইডে এর ডাবল মানুষ আসবে। আর এই বিষয়ক সকল রেকর্ড ভাঙ্গা তো আমার কাছে শুধুই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।  

জয়তু বিডিসাইক্লিস্ট, জয়তু বাংলাদেশ ! 

#BDCyclists #BijoyRide #16D

Photo Credit - Sanjay Sagor

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন