শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৩

টি-২০ বিশ্বকাপ

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে - এই খবর জানার পর থেকে ব্রাজিলের সরকার থেকে শুরু করে প্রতিটা মানুষের ধ্যানে-জ্ঞানে একটা জিনিষই কাজ করেছে - যেভাবেই হোক, বিশ্বকাপের আয়োজনটাকে সেইরকম সাকসেসফুল করতে হবে।  এটা তারা সবাই জানে যে এমন একটা ইভেন্ট একটা দেশকে তার সব ভালো-ভালো দিকগুলি পুরা বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করে।  ভালো মত আয়োজন করতে পারলে এমন একটা ইভেন্ট একটা দেশের অর্থনৈতিক সিনারিও'ই পাল্টে দিতে পারে। 

আর মাত্র ৩ মাস পর বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ। স্বাধীনতার পর এত বড় কোনো আন্তর্জাতিক ইভেন্টের একক হোস্ট বাংলাদেশ আগে কখনো হয়নি। আইসিসিই বলুন আর অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেট বোর্ডগুলির কথাই বলুন - সবার নজর কিন্তু এখন আমাদের দেশের দিকে থাকাটাই স্বাভাবিক। 

আর কি সুন্দর ভাবেই না আমরা আমাদের চরিত্রটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছি, তাই না? এই অবস্থার ফলাফল হিসেবে ক্রিকেটের এত বড় একটা আসর যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে অন্য দেশে চলে যায় - কত্ত ভালো হবে, তাই না? 

জানি, এজন্য কেউ দোষ দিবেন সরকারী দলকে, কেউ দিবেন বিরোধী দলকে; আবার অনেক জ্ঞানী-গুনিজনরা দোষ চাপাবেন ভারত-শাসিত-আইসিসির উপর।  

লাভ কি ভাই দোষ চাপিয়ে। কার দোষে ন্যাংটা হলেন, সেটা ভেবে কি লাভ? দুনিয়া যে আপনার নাঙ্গা পাছু'টা দেখে ফেললো, সেটা কি ভালো হলো? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন