বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

রাজাকারেরও মানবাধিকার থাকা উচিত!

রাজাকারেরও মানবাধিকার থাকা উচিত!



একটা মানুষকে ফাঁসি দেয়ার জন্য রেডি করানো হলো। আত্মীয়-স্বজন'দের সাথে দেখা করানো হলো। শেষ বিদায় নেয়া হলো। যতদুর শুনেছি গোসল করিয়ে তওবা করানোও হলো ...

তারপর ফাঁসি পিছিয়ে দেয়া হলো!!!

মগের মুল্লুক নাকি এইটা? লোকটার মনের অবস্থাটা একবার চিন্তা করেছেন আপনারা? কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার পর যদি শোনেন প্ল্যান ক্যানসেল, কেমন লাগে তখন? 

আর এইটা তো চিরবিদায়!!! মহাপ্রয়ান!!!

এই ক্ষেত্রে এমন ফাইজলামির কোনো মানে হয়? 

আকুল আবেদন, লোকটাকে আর কষ্ট না দিয়ে এখনি ঝুলিয়ে দেয়া হোক। রাজাকারটাকে আর কষ্ট না দেই আমরা। 

আর ... কাদের মোল্লার পক্ষের আইনজীবি'দের বিরুদ্ধে "মানবাধিকার লঙ্ঘন"এর মামলা দেয়া হোক। এই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার উইং নিশ্চয়ই সাহায্য করবে। 

ঠিক না? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন