সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

নতুন বছরে গোপালগঞ্জে গোলাপী রঙের গোলাপ ফুটুক।

চাইতেই পারতাম, আমার বউ যেন নতুন বছরে আমার প্রাক্তন বান্ধবীদের সাথে রাগ-ঝগড়া-খিটিমিটি মিটিয়ে ফেলে তাদের চা-ডালপুরি খাওয়ার দাওয়াত দেয়।  

চাইতেই পারতাম, নতুন বছরে আমার ভুলোমনা-দুষ্টু ক্লায়েন্টরা যেন মেঘ না চাইতেই জল দেয়ার মতো করে প্রায় ভুলে যেতে বসা পেমেন্টগুলা ইন্টারেস্ট-সমেত দিয়ে দেয়।  

চাইতেই পারতাম, হাজার বার্গার, কোক, আইসক্রিম, কাচ্চি খাওয়ার পরও যেন নতুন বছরে আমার ওজন ২০/২৫ কেজি কমে যায়।  

একদা এক মুরুব্বী বলেছিলেন "যাতে শুধু নিজের লাভ হয়, তা চাইবি না। যাতে সব মানুষের উপকার হয়, তা চাইবি। ঈশ্বর ত্যাগ পছন্দ করেন।"

নেন মুরুব্বী, আপনার কথা শুনলাম। অনেক বড় ত্যাগ করলাম। বউ'এর সাথে বান্ধবীদের ডালপুরি মিটিং চাইলাম না। চাইলাম না ওজন কমা। চাইলাম না ইন্টারেস্ট (শুধু আসলটা দিলেই হবে)। 

বরং, অন্তরের অন্তস্থল থেকে চাইলাম, আমাদের দুই নেত্রী যেন নতুন বছরে রাগ-ঝগড়া-খিটিমিটি মিটিয়ে ফেলে যেকোনো  উসিলায় একসাথে বসেন, সামনা-সামনি হাসিমুখে কথা বলেন, চা-ডালপুরি খান।  

নতুন বছরে গোপালগঞ্জে গোলাপী রঙের গোলাপ ফুটুক। 

হ্যাপি নিউ ইয়ার।

[এবার একটু আগেভাগেই উইশ করে ফেললাম। বলা তো যায় না, হঠাত যদি সামনে বালুর ট্রাক নষ্ট হয়ে যায়, তখন তো স্টেটাসটাও আটকে যাবে।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন