বাংলাদেশের ক্রিকেট খেলার সময় আমি মাঠে যাই না, কারণ আমি মাঠে গেলে আমরা হারি। খেলার আগে বা চলাকালীন সময়ে আমি ফেইসবুকে খেলা নিয়ে কোনো স্টেটাস দেই না - অনেকবার এমন হইসে, আমরা জিতে যাচ্ছি ভেবে একটা কিছু লিখলাম, সাথে সাথে ধ্বস নামা শুরু হলো।
চুপ করে ঘাপটি মেরে থাকি। আমরা জিতি। তারপর গলা ফাটাই - এটাই আমার ক্রিকেটপ্রেমের বহির্প্রকাশ।
কাদের মোল্লার ফাঁসী যখন মাত্র এক ঘন্টা দূরে, তখন আমি তার ফাঁসী নিয়ে কভার পিকচার দেই। না দিলেই পারতাম - আমি যে এত বড় কুফা, বুঝতে পারিনি। আমার অতি-উত্সাহের কারণেই কি রাজাকারটার ফাঁসী আটকে গেল?
ফাঁসী নিয়ে আর কোনো স্টেটাস দিব না; ব্যাটারে ঝুলানো না পর্যন্ত। কভার পিকচার হাইড করলাম। ব্যাটা ঝুললে তারপর ফীলিংস প্রকাশ করব।
নিজের কুফাত্ব নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইনা।
চুপ করে ঘাপটি মেরে থাকি। আমরা জিতি। তারপর গলা ফাটাই - এটাই আমার ক্রিকেটপ্রেমের বহির্প্রকাশ।
কাদের মোল্লার ফাঁসী যখন মাত্র এক ঘন্টা দূরে, তখন আমি তার ফাঁসী নিয়ে কভার পিকচার দেই। না দিলেই পারতাম - আমি যে এত বড় কুফা, বুঝতে পারিনি। আমার অতি-উত্সাহের কারণেই কি রাজাকারটার ফাঁসী আটকে গেল?
ফাঁসী নিয়ে আর কোনো স্টেটাস দিব না; ব্যাটারে ঝুলানো না পর্যন্ত। কভার পিকচার হাইড করলাম। ব্যাটা ঝুললে তারপর ফীলিংস প্রকাশ করব।
নিজের কুফাত্ব নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন