বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

তায়া কি পায়া ভাং গ্যায়া?

সকাল বেলা কমোডে বসে আছি আর ঘরের টিভি থেকে ভেসে আসা হিন্দি গান শুনছি; ধুম মাচালে। হঠাত বৌএর আর্ত চিত্কার, "হায় হায়, সর্বনাশ, মিল্টনের স্টেটাস দেখসো???!!!!"

আমি সিরিয়াস ভাব দিয়ে আওয়াজ দিলাম, "কিউ? ক্যায়া হুয়া?"

ইশ-ইশ-চুক-চুক শব্দ করতে করতে বউ গম্ভীর ভাবে বলল, "মিল্টন লিখসে, হি ইজ উইথ তায়া ইন এপোলো হসপিটাল, ওর ankle sprain হইসে।" (এখানে উল্লেক্ষ্য যে তায়া হলো আমার বন্ধু মিল্টনের বউ)

কি হলো বুঝলাম না।  আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেল ---  "ক্যায়া? তায়া কি পায়া ভাং গ্যায়া?"

--------------------

বাথরুমের ভিতর থেকেই বৌএর রক্তচক্ষুর গরম আমি ঠিকই টের পাইলাম। 

---------------------

তায়া, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ভায়া। আজকে তোমার পায়া ভাঙ্গার কারণে তোমার বেহায়া জামাই আড্ডায় আসতে পারছে না বলে আমার সত্যিই বড় মায়া হচ্ছে। (ইশ-ইশ-চুক-চুক শব্দ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন