ব্রেকিং নিউজ - পরকিয়ার কারণ হিসেবে লা-লিগা এবং প্রিমিয়ার লিগ'কে পেছনে ফেলল মধ্যরাতের টকশো:
-----------------------------------------------------------------------------------------------
রাত দেড়টা, মধ্য-বাড্ডা:
ফয়সাল সাহেবের চোখ টিভি স্ক্রিনের পর্দায় সুপার গ্লু দিয়ে আটকানো। কোলের উপর রাখা বালিশে মহাউত্সাহে থাবড়া মারছেন আর ক্ষণে ক্ষণে বিড়বিড় করছেন - "সাব্বাশ ব্যাটা, জটিল কইসোস" বা "চান্দু, এইবার কি বলবা? গেসে এইবার থোতা মুখ ভোতা হয়ে..."
তিনি টক-শো দেখছেন।
ফয়সাল সাহেবের স্ত্রী ফারিয়া মাঝে মাঝে বিরক্ত মুখে হাসব্যান্ড'এর দিকে তাকাচ্ছেন। এবং ফেইসবুক গুতাগুতি করেছেন।
রাত দেড়টা, মোহাম্মদপুর। তাজমহল রোড:
আরাফাত সাহেবের মেজাজ চরম খারাপ। ম্যান-ইউ ভার্সাস চেলসির খেলা দেখতে পারছেন না স্ত্রী সোনিয়ার কারণে। তিনি গোলাম মাওলা রনি এবং আন্দালিব পার্থর টক শো দেখছেন। এবং কিছুক্ষণ পরপর মুখ চোক্ষা করে "অঅঅঅ, কি কিউট না লোকটা !!!" টাইপ মন্তব্য করছেন। তার নিরবিচ্ছিন্ন মনোযোগে বিন্ধুমাত্র চিড় ধরাতে পারছে না আরাফাত সাহেবের খেলা দেখতে না পারার অব্যক্ত বেদনা :(
অসহায় আরাফাত আর কি করবেন? ফেইসবুক গুতাগুতি করতে শুরু করলেন।
ফলাফল:
এভাবে প্রতি রাতে অসংখ্য ফারিয়া'র সাথে অসংখ্য আরাফাতের অনলাইনে যোগাযোগ হচ্ছে। দুই পক্ষের হতাশা আর না পাওয়ার কষ্ট যেহেতু এক, তাই তাদের মধ্যে দ্রুত জন্ম নিচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রণয়, তথাপি পরকিয়ার সূত্রপাত হতেও সময় বেশি লাগছে না।
পরিসংখ্যানে দেখা গেছে, বিএনপি বা আওয়ামীলীগের পোস্ট-মর্টেম সম্বলিত এসব টক-শো'র কারনে পরকিয়া প্রেম যে হারে বাড়ছে, তা পূর্বের রেকর্ড "লা-লিগা বা প্রিমিয়ার লীগ'এর কারণে পরকিয়া প্রেম"এর চেয়ে শতগুন বেশি।
বিশেষজ্ঞদের মতামত:
বিশেষজ্ঞরা অবশ্য ব্যাপারটাকে পজিটিভলি দেখছেন। তাদের দৃষ্টিতে, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে টক-শো'গুলির এই নিঃস্বার্থ ভূমিকার জন্যে তাদের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা উচিত।
-----------------------------------------------------------------------------------------------
রাত দেড়টা, মধ্য-বাড্ডা:
ফয়সাল সাহেবের চোখ টিভি স্ক্রিনের পর্দায় সুপার গ্লু দিয়ে আটকানো। কোলের উপর রাখা বালিশে মহাউত্সাহে থাবড়া মারছেন আর ক্ষণে ক্ষণে বিড়বিড় করছেন - "সাব্বাশ ব্যাটা, জটিল কইসোস" বা "চান্দু, এইবার কি বলবা? গেসে এইবার থোতা মুখ ভোতা হয়ে..."
তিনি টক-শো দেখছেন।
ফয়সাল সাহেবের স্ত্রী ফারিয়া মাঝে মাঝে বিরক্ত মুখে হাসব্যান্ড'এর দিকে তাকাচ্ছেন। এবং ফেইসবুক গুতাগুতি করেছেন।
রাত দেড়টা, মোহাম্মদপুর। তাজমহল রোড:
আরাফাত সাহেবের মেজাজ চরম খারাপ। ম্যান-ইউ ভার্সাস চেলসির খেলা দেখতে পারছেন না স্ত্রী সোনিয়ার কারণে। তিনি গোলাম মাওলা রনি এবং আন্দালিব পার্থর টক শো দেখছেন। এবং কিছুক্ষণ পরপর মুখ চোক্ষা করে "অঅঅঅ, কি কিউট না লোকটা !!!" টাইপ মন্তব্য করছেন। তার নিরবিচ্ছিন্ন মনোযোগে বিন্ধুমাত্র চিড় ধরাতে পারছে না আরাফাত সাহেবের খেলা দেখতে না পারার অব্যক্ত বেদনা :(
অসহায় আরাফাত আর কি করবেন? ফেইসবুক গুতাগুতি করতে শুরু করলেন।
ফলাফল:
এভাবে প্রতি রাতে অসংখ্য ফারিয়া'র সাথে অসংখ্য আরাফাতের অনলাইনে যোগাযোগ হচ্ছে। দুই পক্ষের হতাশা আর না পাওয়ার কষ্ট যেহেতু এক, তাই তাদের মধ্যে দ্রুত জন্ম নিচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রণয়, তথাপি পরকিয়ার সূত্রপাত হতেও সময় বেশি লাগছে না।
পরিসংখ্যানে দেখা গেছে, বিএনপি বা আওয়ামীলীগের পোস্ট-মর্টেম সম্বলিত এসব টক-শো'র কারনে পরকিয়া প্রেম যে হারে বাড়ছে, তা পূর্বের রেকর্ড "লা-লিগা বা প্রিমিয়ার লীগ'এর কারণে পরকিয়া প্রেম"এর চেয়ে শতগুন বেশি।
বিশেষজ্ঞদের মতামত:
বিশেষজ্ঞরা অবশ্য ব্যাপারটাকে পজিটিভলি দেখছেন। তাদের দৃষ্টিতে, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে টক-শো'গুলির এই নিঃস্বার্থ ভূমিকার জন্যে তাদের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন