মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩

জীবন যেখানে পোলটিময়, নামে কি বা আসে যায়!

ছোটবেলায় ... 
"এই ছেলে, কি নাম তোর?" 
"এর-শাদ"

কিছুক্ষণ পর ...
"এই, তোর নাম যেন কি বলসিলি?"
"ওর-শাদ" 

আরো কিছুক্ষণ পর ... 
"ধুরো, তোর নামটা আবার ভুলে গেসি, কি যেন বল্সিলি?"
"তার-শাদ"
"এহ্হ, একটু আগে না অন্য নাম কইসিলি?" 
"জ্বি স্যার, একটু আগে আমি 'এর" ছিলাম, তারপর 'ওর' হইসিলাম, এখন 'তার' হইসি। 
"মাইর চিনোস? নাম আবার পাল্টায় ক্যামনে?"
"স্যার ... জীবন যেখানে পোলটিময়, নামে কি বা আসে যায়!!!"

"ফাতরামি করোস ব্যাটা। ঠিকমত নাম ক।"
"কার-শাদ লেখেন স্যার। এই মোমেন্টে যে আমি কার, সেইটা নিয়া একটু কনফিউজড আছি।" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন