এই প্রথমবার আমি হতাশ হচ্ছি, অনেক ভয়ও পাচ্ছি। না, জামাত-শিবির চোরা-গুপ্তা হামলা করছে বলে না, এই খুন'টা যে শেষ খুন না- সেটা বুঝেও না; আমি হতাশ হচ্ছি আমাদের তরুণ প্রজন্মের রিয়াকশন দেখে। এরাই আমাদের প্রগতিশীল তরুণ প্রজন্ম? একটা মানুষকে নৃশংসভাবে মেরে ফেলা হলো, আর হাজার হাজার মানুষ সে "নাস্তিক" ছিল বলে তাকে মেরে ফেলার যথার্থতা প্রমানে ব্যস্ত!!! এই তরুণ প্রজন্ম নিয়ে আমরা দিন বদলের স্বপ্ন দেখি? সরি ভাই, আমি সত্যি আর কোনো আশার আলো দেখছি না।
যদি কেউ আমার সাথে একমত না হোন, দয়া করে আমার এই স্টেটাস'এ কেউ নিজের "আস্তিকতা" প্রমাণ করতে আসবেন না। কোনো কথা না বলে ফ্রেন্ড লিস্ট থেকে বিদায় করে দিব। যারা "নিজের মত প্রকাশের অপরাধে" একটা মানুষের খুনকে সাপোর্ট করেন, আমার স্টেটাস'এ "মত প্রকাশ করার" কোনো অধিকার আমি তাদের দেই নাই।
ভাই রাজীব, ৯৬ ব্যাচের অনেকের সাথে আমার পরিচয় আছে, তোর সাথে হয়ত কখনো দেখা হয় নাই। তুই বেহেশতে যাবি, নাকি দোজখে, তার বিচার করবে আল্লাহ-তা'আলা, আমরা সেটা নিয়ে কথা বলার কে? মাফ করে দিস ভাই। তোর অনেকগুলো মহাজ্ঞানী ভাইয়ের হয়ে আমিই নাহয় ক্ষমা চেয়ে নিলাম।
যদি কেউ আমার সাথে একমত না হোন, দয়া করে আমার এই স্টেটাস'এ কেউ নিজের "আস্তিকতা" প্রমাণ করতে আসবেন না। কোনো কথা না বলে ফ্রেন্ড লিস্ট থেকে বিদায় করে দিব। যারা "নিজের মত প্রকাশের অপরাধে" একটা মানুষের খুনকে সাপোর্ট করেন, আমার স্টেটাস'এ "মত প্রকাশ করার" কোনো অধিকার আমি তাদের দেই নাই।
ভাই রাজীব, ৯৬ ব্যাচের অনেকের সাথে আমার পরিচয় আছে, তোর সাথে হয়ত কখনো দেখা হয় নাই। তুই বেহেশতে যাবি, নাকি দোজখে, তার বিচার করবে আল্লাহ-তা'আলা, আমরা সেটা নিয়ে কথা বলার কে? মাফ করে দিস ভাই। তোর অনেকগুলো মহাজ্ঞানী ভাইয়ের হয়ে আমিই নাহয় ক্ষমা চেয়ে নিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন