দুই বন্ধু হাইকিং করতে গেছে। রাত হয়ে যাওয়ায় তারা পাহাড়ের উপর তাঁবু খাটিয়ে তার ভিতর ঘুমিয়ে পড়ল। মাঝরাতে একজনের ঘুম ভেঙ্গে গেল, রাতের খোলা আকাশ দেখে মুগ্ধ হয়ে সে বন্ধুকে ঘুম থেকে ডেকে তুলল। শুরু হলো দুই বন্ধুর কথোপকথন:
প্রথম বন্ধু: আকাশটা দেখলি?
দ্বিতীয় বন্ধু: (বিশাল দীর্ঘশ্বাস) দেখছি রে। খুব সুন্দর। অসাধারণ
প্রথম বন্ধু: বল তো এই আকাশ আমাদের কি বলছে?
দ্বিতীয় বন্ধু: (আরো বিশাল দীর্ঘশ্বাস) দোস, তুই বল, আমি শুনি।
প্রথম বন্ধু: এসট্রনমিক্যালি, আকাশ আমাদের বলছে, যে আকাশটায় আমরা তাকিয়ে আছি, তাতে কয়েক মিলিয়ন গ্যালাক্সি, কয়েক বিলিয়ন গ্রহ-উপগ্রহ আছে। এসট্রলজিক্যালি বললে বলতে হয়, শনি আজকে বৃহস্পতিকে সাথে নিয়ে মঙ্গল কিছু করার কথা ভাবছে। থিওলজিক্যালি, এই আকাশ প্রমান করে যে ঈশ্বর কত বিশাল আর আমরা তার কাছে কত তুচ্ছ। মেটেওরোলজিক্যালি, কাল আমাদের জন্য একটা সুন্দর হাস্যজ্বল দিন অপেক্ষা করছে। আর যদি তুই সময় জানতে চাস, আকাশ বলছে, এখন রাত সারে তিনটা বাজে।
দ্বিতীয় বন্ধু: (মুগ্ধ হয়ে) দোস, তুই কত জ্ঞানী, তোর কথা শুনে আমি বারবার মুগ্ধ হয়ে যাই।
প্রথম বন্ধুর ঠোঁটের কোণে গর্বের হাসি ফুটে ওঠে।
গাছের আড়াল থেকে এক চোর তাদের কথা শুনে মনে মনে বলে, "পুরাই মাননীয় স্পিকার হয়ে গেলাম! কত বড় বলদরে ভাই এই দুই'টা। মাথার উপরের তাঁবু চুরি করে ফেললাম, আর এদিকে আকাশ দেখে একজন জ্ঞানের লেকচার দিস্সেন, আরেকজন মুগ্ধতার লালা ঝরাস্সেন!"
------------------------------
প্রথম বন্ধুর পরিচয়: উনি একজন টকশো'র গেস্ট।
দ্বিতীয় বন্ধুর পরিচয়: উনি টকশো'র রেগুলার দর্শক। আপনার, আমার মত।
বলুন তো, চোরটা কে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন