মাইলসের গানগুলিতে শাফিন ভাইয়ের উচ্চারণ আর স্টাইল নিয়ে অনেক মজার গল্প প্রচলিত আছে। আমি আমার গল্পটা বলি।
"ফিরিয়ে দাও" গানটা যখন প্রথম শুনলাম, তব্দা খেয়ে গেসিলাম। শাফিন ভাই গাইছেন "পেঁ হারানোর বেদনায়, পুড়ে চলেছি সারাক্ষণ ..."; আমার তো হাসতে হাসতে পেট ব্যথা। স্টাইলের চোটে "প্রেম হারানোর বেদনা" হয়ে গেছে "পেঁ হারানোর বেদনা" ... যতবারই গানটা শুনতাম, একা একা হাসতাম।
বেশ কিছুদিন আগে একটা টিভি শো দেখে জানতে পারলাম, লিরিকটা নাকি "প্রেম হারানোর বেদনা" ছিল না; ছিল "পেয়ে হারানোর বেদনা" .... তার মানে শাফিন ভাই'ই ঠিক ছিল, আমিই বেশি পাকনামি করতে গিয়ে ধরা খাইসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন