আচ্ছা, এই মান্যবরগণ আসলে কারা? ঢাকা শহরে কিছু বিলবোর্ড দেখছি, দু'টি সুদর্শন পুরুষ পরস্পরের কোমর ধরে দাঁড়িয়ে আছে। অনেক ভেবেও তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে শিওর হতে পারলাম না। তাই আপনাদের শরণাপন্ন হলাম।
এরা দুইজন কি ভাই? কোনদিন কোনো ভাইয়ের কোমর জড়িয়ে ধরে ছবি উঠিয়েছি বলে মনে পড়ছে না। কি বলিস আমার ভায়েরা?
নাকি বন্ধু? কিন্তু দোস্তরা, আমরা তো কোনদিন এরাম করে ফুটু তুলি নাই। আমরা কি তাহলে ব্যাকডেটেড? হায় হায়!
শালা-দুলাভাই হতে পারে; আসলে হয়ত তারা কোমর জড়িয়ে ধরে নাই, একজন আরেকজনের পকেট মারছে। বিলবোর্ড'টা আরো ভালো করে খেয়াল করতে হবে।
বাবা-ছেলে হতে পারে না, দু'জনের বয়স তো একই সমান মনে হলো। স্টেপ-ফাদার অবশ্য হতেই পারে।
শ্বশুর-জামাই, বস-চাল্লি, নাপিত-কাস্টমার, মালিক-ড্রাইভার ... নাহ, কোনো সম্পর্কই ঠিক ম্যাচ করছে না ছবিটার সাথে।
প্রশ্নটা কি তাহলে প্রশ্নই থেকে গেল - এই মান্যবরগণ আসলে কারা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন