সাভার'ই কি শেষ? আর কখনো এমন গজব নাজিল হবে না?
যাদের কারণে বিল্ডিং ধ্বসলো, দুর্ভাগা এই মানুষগুলোকে নিজে যারা রাজনীতি খেললো, খুনীগুলিকে আশ্রয় দিয়ে যারা এখনো প্রকাশ্যে বেহায়ার মত ঘুরে বেড়াচ্ছে - তারা যে "মানুষ" না, সেটা নিয়ে মনে হয় কারোরই কোনো সন্দেহ নাই। আমি চিন্তিত সত্যিকারের মানুষগুলিকে নিয়ে, যারা মৃত্যু-ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাঁচিয়ে এনেছে আড়াই হাজারের বেশি মানুষকে। কিন্তু ওরা আর কত করবে? এবং ওরাই বা কেন বার বার করবে?
জানি, ওরা পরের বার'ও করবে। ওরাই ছুটে যাবে আবার গজব আসলে। বেহায়াগুলো তখনও বেহায়াপনা'ই করবে। কিন্তু আমি-আপনি কি করব? এই সাহসী মানুষগুলোর মত হয়ত মৃত্যুকূপে ঝাঁপ দিতে পারব না (সত্যি বললাম বুকে এত জোর আমার নাই), কিন্তু পরের বার নিশ্চয়ই শুধু টিভি দেখে দেখে চোখের পানি ফেলবো না। ভুল থেকে যে শিক্ষা নেয়, সেই নাকি "মানুষ"। এবারের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে যেন পরের বারের জন্য রেডি থাকতে পারি, সাহসি এই মানুষগুলির কাজ যেন একটু হলেও সহজ করে দিতে পারি।
আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে, পরের বার যেন আমরা সবাই জানি কার কি কাজ। ফায়ার ব্রিগেড'এর ক্ষমতা কতখানি, আর্মির মাঠে নামতে কত সময় লাগে, মুহুর্তের মধ্যে ওষুধ, টর্চ, কাফনের কাপড় কোথায় পাওয়া যায়, হ্যাক স দিয়ে হাত কাটার মত কলিজা কার কার আছে - সব জানা থাকা উচিত। ভুল থেকে এবার শিখলাম, একটা ডাটাবেস কত জরুরি - দেশ-ভর্তি মানুষ টাকা নিয়ে রেডি, জানে না কোথায় দিতে হবে টাকা, অসহায় বাচ্চাগুলোকে দত্তক নেয়ার মানুষেরও অভাব নাই, কিন্তু সবাই হয়ত শুধু একটা বাচ্চার কথাই জানে। যারা টাকা তুলছে, তারাও বুঝতে পারছে না, কার আসলে কতটা সাহায্য দরকার। কারো কারো নাম আছে সবার ডাটাবেস'এ, কারো নাম হয়ত কোনো ডাটাবেস'এই নাই। পরের বার যেন আমরা প্রস্তুত থাকি রে ভাই, প্রথম থেকেই যেন সঠিক একটা ডাটাবেস আমরা তৈরী করার মত মানুষ রেডি রাখতে পারি।
একটা মোটামুটি বড়-সড় গ্রুপ কালকে একসাথে হয়েছিল, ঠিক-ঠাক মত কাজ করার ভালো একটা উদ্দেশ্য নিয়ে। সাভার থেকেই যাত্রা শুরু, সাভার-ভিকটিম 'এর একটা কম্প্রিহেন্সিভ ডাটাবেস তৈরী করাই আপাতত প্রধান উদ্দেশ্য, আগ্রহী সবাই যেন এখান থেকে ঠিক তথ্যটা জানতে পারে। যার কাছে যা ইনফরমেশন আছে সব এক জায়গায় কম্পাইল করার কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ, আগামীকাল দুপুর নাগাদ এই গ্রুপটা আত্মপ্রকাশ করবে। এখানে যে যেভাবে খুশি কন্ট্রিবিউট করতে পারবে, এখানে কোনো রাজনীতি নাই, দলাদলি নাই। উদ্দেশ্য দুইটা - ১। সাভারের ক্ষতিগ্রস্থ মানুষগুলো যেন সত্যি সত্যি সাহায্য পায়, ২। পরের বার যেন আমরা এবারের মত অপ্রস্তুত না থাকি।
আমি আশাবাদী, ভালো এই উদ্যোগটাতে আমরা অনেক অনেক "মানুষ" দেখতে পাব।
April 30
যাদের কারণে বিল্ডিং ধ্বসলো, দুর্ভাগা এই মানুষগুলোকে নিজে যারা রাজনীতি খেললো, খুনীগুলিকে আশ্রয় দিয়ে যারা এখনো প্রকাশ্যে বেহায়ার মত ঘুরে বেড়াচ্ছে - তারা যে "মানুষ" না, সেটা নিয়ে মনে হয় কারোরই কোনো সন্দেহ নাই। আমি চিন্তিত সত্যিকারের মানুষগুলিকে নিয়ে, যারা মৃত্যু-ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাঁচিয়ে এনেছে আড়াই হাজারের বেশি মানুষকে। কিন্তু ওরা আর কত করবে? এবং ওরাই বা কেন বার বার করবে?
জানি, ওরা পরের বার'ও করবে। ওরাই ছুটে যাবে আবার গজব আসলে। বেহায়াগুলো তখনও বেহায়াপনা'ই করবে। কিন্তু আমি-আপনি কি করব? এই সাহসী মানুষগুলোর মত হয়ত মৃত্যুকূপে ঝাঁপ দিতে পারব না (সত্যি বললাম বুকে এত জোর আমার নাই), কিন্তু পরের বার নিশ্চয়ই শুধু টিভি দেখে দেখে চোখের পানি ফেলবো না। ভুল থেকে যে শিক্ষা নেয়, সেই নাকি "মানুষ"। এবারের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে যেন পরের বারের জন্য রেডি থাকতে পারি, সাহসি এই মানুষগুলির কাজ যেন একটু হলেও সহজ করে দিতে পারি।
আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে, পরের বার যেন আমরা সবাই জানি কার কি কাজ। ফায়ার ব্রিগেড'এর ক্ষমতা কতখানি, আর্মির মাঠে নামতে কত সময় লাগে, মুহুর্তের মধ্যে ওষুধ, টর্চ, কাফনের কাপড় কোথায় পাওয়া যায়, হ্যাক স দিয়ে হাত কাটার মত কলিজা কার কার আছে - সব জানা থাকা উচিত। ভুল থেকে এবার শিখলাম, একটা ডাটাবেস কত জরুরি - দেশ-ভর্তি মানুষ টাকা নিয়ে রেডি, জানে না কোথায় দিতে হবে টাকা, অসহায় বাচ্চাগুলোকে দত্তক নেয়ার মানুষেরও অভাব নাই, কিন্তু সবাই হয়ত শুধু একটা বাচ্চার কথাই জানে। যারা টাকা তুলছে, তারাও বুঝতে পারছে না, কার আসলে কতটা সাহায্য দরকার। কারো কারো নাম আছে সবার ডাটাবেস'এ, কারো নাম হয়ত কোনো ডাটাবেস'এই নাই। পরের বার যেন আমরা প্রস্তুত থাকি রে ভাই, প্রথম থেকেই যেন সঠিক একটা ডাটাবেস আমরা তৈরী করার মত মানুষ রেডি রাখতে পারি।
একটা মোটামুটি বড়-সড় গ্রুপ কালকে একসাথে হয়েছিল, ঠিক-ঠাক মত কাজ করার ভালো একটা উদ্দেশ্য নিয়ে। সাভার থেকেই যাত্রা শুরু, সাভার-ভিকটিম 'এর একটা কম্প্রিহেন্সিভ ডাটাবেস তৈরী করাই আপাতত প্রধান উদ্দেশ্য, আগ্রহী সবাই যেন এখান থেকে ঠিক তথ্যটা জানতে পারে। যার কাছে যা ইনফরমেশন আছে সব এক জায়গায় কম্পাইল করার কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ, আগামীকাল দুপুর নাগাদ এই গ্রুপটা আত্মপ্রকাশ করবে। এখানে যে যেভাবে খুশি কন্ট্রিবিউট করতে পারবে, এখানে কোনো রাজনীতি নাই, দলাদলি নাই। উদ্দেশ্য দুইটা - ১। সাভারের ক্ষতিগ্রস্থ মানুষগুলো যেন সত্যি সত্যি সাহায্য পায়, ২। পরের বার যেন আমরা এবারের মত অপ্রস্তুত না থাকি।
আমি আশাবাদী, ভালো এই উদ্যোগটাতে আমরা অনেক অনেক "মানুষ" দেখতে পাব।
April 30
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন