অফিসে আসতে আসতে রেডিও শুনছি আর একটা ভালো গানের আশায় চ্যানেল সুইচ করছি। একটা চ্যানেলে আটকে গেলাম, "বসে আছি" চলছে। মনটাই ভালো হয়ে গেল, আঙ্গুল দিয়ে স্টিয়ারিং হুইলে তবলা বাজাতে বাজাতে হালকা হেডব্যাঙ্গিং করতে করতে "বসে আছি" শুনতে থাকলাম। গান শেষ হতেই তব্দা! মোটা, গুরুগম্ভীর গলায় কবিতা আবৃতি টাইপ স্টাইলে এক ভদ্রলোক উপস্থাপনা শুরু করলেন -
"এতক্ষণ আপনারা উপভোগ করলেন এ সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা মিজানের কন্ঠে বসে আছি গানটি। গানটি লিখেছেন (২ সেকেন্ড পজ) ওয়ারফেজ এবং সুর করেছেন (আবারও ২ সেকেন্ডের পজ এবং তারপর গলা আরো ভারী করে) ওয়ারফেজ। বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি পরের গানে ..... "
সরকারী-রেডিও-ঘরানার কিছু কিছু "কথাবন্ধু কেন জানি "ব্যান্ড" ব্যাপার'টাকে ঠিকমত বুঝতেই পারে না।
আজব!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন