2
জানেন, এই দেশে একদিন সুপারম্যান আসবে। ড্রেস'এর উপর লাল রঙের আন্ডু পরে। তারপর ওনার পিছন পিছন স্পাইডারম্যান, আয়রনম্যান, ব্যাটম্যান সবাই আসবে। তারপর তারা আপনার-আমার দেশটার সব সমস্যার সমাধান করে দিবে।
জানেন, এই দেশে একদিন সুপারম্যান আসবে। ড্রেস'এর উপর লাল রঙের আন্ডু পরে। তারপর ওনার পিছন পিছন স্পাইডারম্যান, আয়রনম্যান, ব্যাটম্যান সবাই আসবে। তারপর তারা আপনার-আমার দেশটার সব সমস্যার সমাধান করে দিবে।
ওদের ঠ্যাকা তো!
এভাবে হয় না রে ভাই, অন্যের আশায় বসে থাকলে কিছুই বদলাবে না। ছোট হোক বড় হোক, কিছু ভালো কাজ করতেই হবে।
দেশটা তো আমাদেরই তাই না?
আমরাই তো বাংলাদেশ।
3
একটা জিনিস খেয়াল করেছেন? যে কোনো কিছু নিয়েই যে আমরা এখন কমপ্লেইন করি! সরকার এমন করলো ক্যান? বিরোধী দল এমন করলো না ক্যান? অমুকের নিশ্চই মাথা খারাপ হয়েছে, তমুক বেশি বেড়ে গেছিল। আড্ডায়, ফেইসবুক'এ সবার কথা শুনলে মনে হয়, প্রত্যেকেই যেন হাতি-ঘর মেরে ফেলছে প্রতিদিন।
মশারির ভিতর মশা ঢুকলে আমরা কিন্তু অপেক্ষা করি না, কখন পুলিশ এসে মশা মেরে দিয়ে যাবে, অথবা সিটি কর্পোরেশন লোক পাঠাবে মশার ওষুধ ছিটাতে। মশা আমরাই মারতে পারি। এবং মারি'ও। এমন অনেক ইসু আছে যেগুলার সমাধান আমরা নিজেরাই করতে পারি - যদি সবাই মিলে এক সাথে কাজ করি।
দেখবেন নাকি একটু ট্রাই করে?
দেশটা তো আমাদেরই তাই না?
আমরাই তো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন