সেহরী খেতে উঠে দেখি আব্বার মেজাজ হট। মসজিদের মাইক সারারাত ঘুমাতে দেয় নাই। সেহরী করতে করতেও কিছুটা টের পেলাম - "মুসুল্লিগন, আর মাত্র ২০ মিনিট বাকি, আপনারা তাড়াতাড়ি সেহরী করে নেন"... "আর মাত্র ১৫ মিনিট বাকি"..."১০"... "৫".... ইট্স আ ফাইনাল কাউন্টডাউন ...
শুনলাম, ২ ঘন্টা আগের এনাউন্সমেন্টটা ছিল "মুসুল্লিগন, আপনারা যারা রান্না করবেন, তারা ঘুম থেকে উঠেন, সময় পার হয়ে যাচ্ছে। পরে আর রান্না'র টাইম পাবেন না।"
আব্বাকে চেতানোর জন্য আরো কিছু আইডিয়া মসজিদ কমিটিকে দিব কিনা ভাবছি ...
১। রাত ১০টায়: আপনারা যারা সেহরিতে উঠবেন, তারা এখনি ঘুমাতে চলে যান। পরে কিন্তু আর ঘুমাতে পারবেন না ...
২। রাত ১১টায়: যারা এখনো জেগে আছেন, তারা দয়া করে ঘুমাতে যান ...
৩। ... ৪। ... ৫। .... (প্রতি ঘন্টায় একটা করে রিমাইন্ডার ... না ঘুমায়ে যাবি কোই?)
৪। ফজরের আজানের আগে আগে: যারা মসজিদে নামাজ পড়তে আসবেন, দয়া করে তারা অজু করতে যান। পরে কিন্তু পানি নাও পাইতে পারেন।
৫। যারা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছেন যে সেহরী'তে যদি উঠতে না পারেন, তাদের বলছি, আপনারা টেনশন নিয়েন না, আমরা আপনাকে ঠিকই জাগিয়ে দিব। ভরসা রাখেন।
৬। মুসুল্লিগন, যারা আমাদের মাইকের আওয়াজ ঠিকমত পাচ্ছেন না, আপনাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে "সাউন্ড বাড়ান" টাইপ করে পাঠিয়ে দিন ০০০০০ নাম্বারে। আমরা প্রয়োজনে নতুন মাইক কিনবো। তবুও আপনাদের কানে মসজিদের বাণী পৌছে দিব ইনশাল্লাহ।
(ভাই, থামেন, আমার বাপ'টারে একটু শান্তিমত ঘুমাতে দেন। এখন ৮০০ টাকা দামের মোবাইল ফোনেও এলার্ম ঘড়ি থাকে। এই যুগে কেউ যদি সেহরী মিস করে, সে এমনেও করবে, অমনেও করবে। .... বাই দা ওয়ে, দয়া করে এটাকে কোনো ইসলাম-বিরোধী স্টেটাস বলে ত্যানা পেচাবেন না। এটি মসজিদের মাইকিং আগ্রাসন-বিরোধী স্টেটাস।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন