রবিবার, ১৪ জুলাই, ২০১৩

আমার নামও রাজীব !

ও ইঞ্জিনিয়ারিং পড়সে, আমিও ইঞ্জিনিয়ারিং পড়সি;

ও Laboratorian , আমিও laboratorian ;

ও ইন্টারনেট'এ লেখালেখি করত, আমিও লেখালিখি করি;

ও রাজাকারের বিচার চেয়েছিল, আমিও রাজাকারের বিচার চাই;

ওর অন্তরে ছিল শাহবাগ, আমার অন্তরেও শাহবাগ;

ও নাস্তিক, আমি বিশ্বাসী মুসলমান;

তাই আমি খুন হলে বুদ্ধিজীবি, আর ও খুন হলে "ইনসাফ"!!!

আমার ধর্ম এমন সংকীর্ণমনা না যে এমন হীন চিন্তাকে উত্সাহ দেয়. আমি আমার ধর্ম নিয়ে গর্ব করি, যারা ধর্মের ভুল ব্যাক্ষা দিয়ে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করে, আমি তাদের ঘ্রীনা করি.

ওর নাম ছিল রাজীব, আমার নামও রাজীব !



16 February 2013

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন