আমাদের দেশের চারিদিকের সকল সমস্যা সমাধান এর জন্য এগিয়ে হবে আমাদের সবাইকে একসাথে।
দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমাদের সবার। রুখে দাড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুধ্যে .
আমাদেরই গড়ে তুলতে হবে একদিন স্বপ্নের সোনার বাংলাদেশ, সৃষ্টি করতে হবে নতুন ইতিহাস ...
এইটা কার লেখা রে ভাই ? এসব থিওরিটিকাল কথা শোনার টাইম কার আছে এখন?
ভালো কথা এখন আর ভালো লাগেনা, আশার কথা শুনলে রাগ লাগে। স্বপ্ন দেখতেও এখন আমরা ভয় পাই আমরা।
কিন্তু তাই বলে কি কিছুই করার নাই আমাদের?
ইতিহাস তো বলে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনি নাকি ফুসে ওঠে সবাই। দেয়ালে পিঠ ঠেকতে আর কত বাকি আমাদের?
চলুন কিছু একটা করি, একসাথে - সবাই মিলে। ছোট কিছু দিয়েই নাহয় শুরুটা করি, তবুও কিছু একটা তো করি।
দেখি না কিছু হয় নাকি। দেশটাতো আমাদেরই তাই না?
আমরাই তো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন