দাঁত ব্রাশ + শেইভ + গোসল + হাগু (এবং আনুষঙ্গিক ক্রিয়াকর্ম) + ফেইসবুক = সবমিলিয়ে প্রায় ৩৫/৪০ মিনিটের ব্যস্ততা। - - এটা আমার প্রতিদিন সকালের বাথরুম রুটিন।
আর, আমার প্রানপ্রিয় বউ'এর ভাষায়, বাথরুমে মোবাইল নিয়ে গিয়ে ফেইসবুক গুতাগুতি করা নাকি আমার সবচেয়ে বাজে দোষগুলির মধ্যে অন্যতম।
এইবার খুব খেয়াল করে সিচুয়েশনটা বোঝেন।
-----------------
আমি কমোডে, হাতে মোবাইল ফোন। মর্নিং রুটিন মাত্র শুরু করেছি। বউ বাইরে থেকে আওয়াজ দিল, "শোনো, আমি বাচ্চাদের নিয়ে বের হলাম। আম্মুর বাসায় বাচ্চাদের রেখে তারপর অফিসে যাব। তুমি সন্ধার মধ্যে আম্মুর বাসায় চলে এস।"
"হমমম, ওকে"
"বেডরুমের আর মেইন দরজার চাবি বিছানার পাশের টেবিলে রেখে গেলাম।" (this is the most important line)
"হমমম, ওকে"
"বেডরুম আর মেইন দরজা লক করে দিয়ে যাবো?" (this is important too ...)
"হমমম, ওকে"
"উফ্ফ, অসহ্য। জঘন্য লাগে এই বাথরুমে বসে ফেইসবুকিং। থাকো তুমি, আমি গেলাম।"
"হমমম, ওকে"
তারপর পরপর বেডরুম আর মেইন দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। আমি হোম এলোন, শান্তিই শান্তি।
--------------------
আধা ঘন্টা পর। রুটিন অনুযায়ী আমার সব কাজ শেষ। বউ ততক্ষণে নিশ্চয়ই গুলশানের কাছাকাছি পৌঁছে গেছে। আমি বাথরুম থেকে বের হব। কিন্তু ....
--------------------
আবার একটু আধা ঘন্টা আগের সময়টাতে ফিরে যাই।
আমি যখন আমার বউ'এর সাথে কথোপকথনে ব্যস্ত, আমার super intelligent পুত্র তখন নিঃশব্দে বাথরুমের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দেয়ার কর্মে লিপ্ত। বলাই বাহুল্য, তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাথরুমের দরজার ছিটকিনি বাইরে থেকে পুরোপুরি লাগিয়ে দিতে সক্ষম হয়েছেন।
--------------------
৩ ঘন্টা পর।
বউ এসে চাবিওয়ালা ডাকিয়ে বেডরুম আর মেইন দরজার চাবি বানিয়ে, বাথরুমের দরজার ছিটকিনি খুলে আমাকে "উদ্ধার" করে।
-------------------
সাড়ে ৩ ঘন্টা পর।
আমি মিনমিন করে বলি, "দেখসো? তুমি তো খালি আমাকে ঝারি মারো বাথরুমে মোবাইল ফোন নিয়ে ঢুকি বলে। আজকে যদি ফোনটা সাথে না থাকতো, তোমাকে আমি খবর দিতাম কিভাবে?"
------------------
পোনে ৪ ঘন্টা পর।
থাক না, সব কথা কি সবখানে বলা উচিত?
আর, আমার প্রানপ্রিয় বউ'এর ভাষায়, বাথরুমে মোবাইল নিয়ে গিয়ে ফেইসবুক গুতাগুতি করা নাকি আমার সবচেয়ে বাজে দোষগুলির মধ্যে অন্যতম।
এইবার খুব খেয়াল করে সিচুয়েশনটা বোঝেন।
-----------------
আমি কমোডে, হাতে মোবাইল ফোন। মর্নিং রুটিন মাত্র শুরু করেছি। বউ বাইরে থেকে আওয়াজ দিল, "শোনো, আমি বাচ্চাদের নিয়ে বের হলাম। আম্মুর বাসায় বাচ্চাদের রেখে তারপর অফিসে যাব। তুমি সন্ধার মধ্যে আম্মুর বাসায় চলে এস।"
"হমমম, ওকে"
"বেডরুমের আর মেইন দরজার চাবি বিছানার পাশের টেবিলে রেখে গেলাম।" (this is the most important line)
"হমমম, ওকে"
"বেডরুম আর মেইন দরজা লক করে দিয়ে যাবো?" (this is important too ...)
"হমমম, ওকে"
"উফ্ফ, অসহ্য। জঘন্য লাগে এই বাথরুমে বসে ফেইসবুকিং। থাকো তুমি, আমি গেলাম।"
"হমমম, ওকে"
তারপর পরপর বেডরুম আর মেইন দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। আমি হোম এলোন, শান্তিই শান্তি।
--------------------
আধা ঘন্টা পর। রুটিন অনুযায়ী আমার সব কাজ শেষ। বউ ততক্ষণে নিশ্চয়ই গুলশানের কাছাকাছি পৌঁছে গেছে। আমি বাথরুম থেকে বের হব। কিন্তু ....
--------------------
আবার একটু আধা ঘন্টা আগের সময়টাতে ফিরে যাই।
আমি যখন আমার বউ'এর সাথে কথোপকথনে ব্যস্ত, আমার super intelligent পুত্র তখন নিঃশব্দে বাথরুমের দরজার ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দেয়ার কর্মে লিপ্ত। বলাই বাহুল্য, তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাথরুমের দরজার ছিটকিনি বাইরে থেকে পুরোপুরি লাগিয়ে দিতে সক্ষম হয়েছেন।
--------------------
৩ ঘন্টা পর।
বউ এসে চাবিওয়ালা ডাকিয়ে বেডরুম আর মেইন দরজার চাবি বানিয়ে, বাথরুমের দরজার ছিটকিনি খুলে আমাকে "উদ্ধার" করে।
-------------------
সাড়ে ৩ ঘন্টা পর।
আমি মিনমিন করে বলি, "দেখসো? তুমি তো খালি আমাকে ঝারি মারো বাথরুমে মোবাইল ফোন নিয়ে ঢুকি বলে। আজকে যদি ফোনটা সাথে না থাকতো, তোমাকে আমি খবর দিতাম কিভাবে?"
------------------
পোনে ৪ ঘন্টা পর।
থাক না, সব কথা কি সবখানে বলা উচিত?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন