মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

হারাধনের ফ্রেন্ডলিস্টে ১০০টা বন্ধু ছিল।


হারাধনের ফ্রেন্ডলিস্টে ১০০টা বন্ধু ছিল। 

নাস্তিক আর আস্তিকের ডামাডোলে দেশ দু'ভাগ হলো।  

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।  হারাধনের বন্ধু হলো ৫০টা।  

ভারত-পাকিস্তানের ক্রিকেট টিমকে সাপোর্ট করাকে রাজনীতির সাথে মিলানো উচিত, নাকি উচিত না - এ নিয়ে দেশ দু'ভাগ হলো।  

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।  হারাধনের বন্ধু হলো ২৫টা।  

ভাষাকে স্রোতের মত ভেসে যেতে দেয়া ঠিক হবে, নাকি বাঁধ দিয়ে আটকে রাখা ঠিক হবে, এ নিয়ে দেশ দু'ভাগ হলো।  

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।  হারাধনের বন্ধু হলো সাড়ে ১২টা।  আচ্ছা যান, আধা পয়েন্ট বাড়িয়ে দিলাম। ১৩টা।  

সাকিব আর হাসান আঙ্গুল দেখিয়ে কবীরা গুনাহ করলেন, নাকি তাকে বাঘের বাচ্চা খেতাব দেয়া উচিত - এ নিয়ে দেশ দু'ভাগ হলো। 

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।  হারাধনের বন্ধু হলো সাড়ে ৬টা।  আচ্ছা অবারও আধা পয়েন্ট বাড়িয়ে দিলাম। ৭টা ফাইনাল।  

টি২০'র কনসার্ট বাংলাদেশের ভাবমূর্তি উজ্বল করলো, নাকি ডুবিয়ে দিল - এ নিয়ে দেশ দু'ভাগ হলো। 

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।  হারাধনের বন্ধু হলো সাড়ে ৩টা।  আধা পয়েন্ট আবারও বাড়িয়ে দিলাম। ৪টা, ওকে?  

জায়গায় জায়গায় হোলি উদযাপন মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘুদের আপন করে নেয়ার প্রয়াস, নাকি ভারতীয় সংস্কৃতির বলত্কারের ফল - এ নিয়ে দেশ দু'ভাগ হলো। 

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।  হারাধনের বন্ধু হলো সাড়ে ২টা। 

.
.
.
.
.
.
.
.

.

এই যে এত কথা বলা, এত চিন্তা করা,  এসব নেহায়েতই ত্যানা প্যাঁচানো, নাকি সচেতন মানুষের দ্বায়িত্ব - এ নিয়েও দু'ভাগ হয়ে গেল দেশ।  

হারাধনের ফ্রেন্ডলিস্ট'ও দু'ভাগ হলো।

হারাধন আবার একলা হয়ে গেল।

কত্তো মজা হলো!!!

হারাধন সব হারিয়ে বুঝতে পারলো - এই টুউউউউতের দুনিয়াতে আসলে একলা থাকাই ভালো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন