শনিবার, ৮ মার্চ, ২০১৪

শদ্ধা ও সম্মান - সব নারীর জন্য

যদি আপনি একজন "পুরুষ" হয়ে থাকেন, আর আপনি যদি সত্যি সত্যি "নারী"র মহত্ব বুঝতে চান, তবে সন্তান জন্ম নেবার সময় আপনার স্ত্রীর পাশে থাকবেন।  

ইন ফ্যাক্ট, আমার তো মনে হয়, আমাদের দেশে নিয়ম করে ডেলিভারির সময় লেবার রুমে হাসব্যান্ডের উপস্থিতি বাধ্যতামূলক করে দেয়া উচিত। (যেটা বিভিন্ন দেশে অলরেডি বিদ্যমান) সেই মুহুর্তগুলো দেখার অভিজ্ঞতা হলে একজন সত্যিকারের পুরুষ জীবনে কোনদিন কোনো নারীকে অসম্মান করতে পারবে না। 

আমার দুই সন্তানই নরমাল ডেলিভারির মাধ্যমে জন্মেছে। প্রথমটার ক্ষেত্রে লেবার রুমে ঢোকার সুযোগ হয়নি।  কিন্তু দ্বিতীয়টার সময় সৌভাগ্য (!!!) হয়েছিল বৌএর পাশে থাকার। উপলব্ধি একটাই - আমি আমার বউ'কে এত কষ্ট পেতে আর দেখতে চাই না।  সারাজীবনে আমার বউ আমাকে যত পেইন দিয়েছে, দিচ্ছে এবং দিবে, সেগুলা কোনো পেইনই না; ওই পেইনের তুলনায়।  

আল্লাহর অশেষ রহমত, তিনি সন্তান ধারণ করার জন্যে নারী'কেই বেছে নিয়েছেন। পুরুষকে এই দায়িত্ব দিলে পৃথিবী অনেক আগেই মানবশূন্য হয়ে যেত :)

হৃদয়ের সবচাইতে পবিত্র স্থান থেকে প্রশ্নাতীত শদ্ধা ও সম্মান - সব নারীর জন্য। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন