মকবুল মুনশীর একটা হাড়জিরজিরে গরু আছে। সেই গরু দিয়ে সে ঘানি টানায়, সেখান থেকে তেল বের হয়, সেই তেল বাজারে বেচে তাদের বাড়ির খরচ যোগার হয়।
সুলতানা খাতুন মুরগি পালেন। মুরগি ডিম দেয়, সেই ডিম বেচা টাকায় তার সংসার চলে।
এখন, কোনো বোকা নিশ্চয়ই এ প্রশ্ন করবে না যে, তেল বেচা টাকার মালিক কি গরুটা, নাকি মকবুল মুনশী? কিংবা, ডিম বেচা টাকার মালিক কি মুরগিগুলি, নাকি সুলতানা খাতুন?
ঠিক তেমনি, আইরিন পারভীনের একটা নাদুসনুদুস জামাই আছে। সেই জামাই সারাদিন মগজ বেচে, সেই মগজ বেচা টাকায় আইরিন পারভীনের সংসার চলে।
কোনো বোকা নিশ্চয়ই এক্ষেত্রেও প্রশ্ন করবে না, মগজ বেচা টাকার মালিক কি নাদুসনুদুস জামাইটা? নাকি আইরিন পারভীন?
সারাংশ: বিবাহিত পুরুষ, ঘানিটানা গরু আর ডিম দেয়া মুরগি'র স্টেটাস সেইম টু সেইম।
সুলতানা খাতুন মুরগি পালেন। মুরগি ডিম দেয়, সেই ডিম বেচা টাকায় তার সংসার চলে।
এখন, কোনো বোকা নিশ্চয়ই এ প্রশ্ন করবে না যে, তেল বেচা টাকার মালিক কি গরুটা, নাকি মকবুল মুনশী? কিংবা, ডিম বেচা টাকার মালিক কি মুরগিগুলি, নাকি সুলতানা খাতুন?
ঠিক তেমনি, আইরিন পারভীনের একটা নাদুসনুদুস জামাই আছে। সেই জামাই সারাদিন মগজ বেচে, সেই মগজ বেচা টাকায় আইরিন পারভীনের সংসার চলে।
কোনো বোকা নিশ্চয়ই এক্ষেত্রেও প্রশ্ন করবে না, মগজ বেচা টাকার মালিক কি নাদুসনুদুস জামাইটা? নাকি আইরিন পারভীন?
সারাংশ: বিবাহিত পুরুষ, ঘানিটানা গরু আর ডিম দেয়া মুরগি'র স্টেটাস সেইম টু সেইম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন