"আজকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইতিহাস রচিত হতে যাচ্ছে!
আজকে একই স্টেজে প্রথমবারের মত লাইভ পারফর্ম করবে দেশীয় এবং আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রির সেরা সব তারকা !!!
এ আর রহমান
একন
রুনা লায়লা
সাবিনা ইয়াসমিন
কুমার বিশ্বজিত
মমতাজ
এল আর বি
মাইলস
অর্ণব এন্ড ফ্রেন্ডস
এবং আরো অনেকে ..."
একন
রুনা লায়লা
সাবিনা ইয়াসমিন
কুমার বিশ্বজিত
মমতাজ
এল আর বি
মাইলস
অর্ণব এন্ড ফ্রেন্ডস
এবং আরো অনেকে ..."
--------------------
ব্যাপারটাকে সবাই এভাবে নিলেই খুশি হতাম। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন।
সবার ভাব দেখে মনে হচ্ছে কালকে স্টেডিয়ামে কনসার্ট হবে শুধুই এ আর রহমান এবং একনের। (আমি ১০০% শিওর ৯৯% বাঙালি একনের একটা গান ছাড়া আর কোনো গান শোনেনি) ... ও হ্যা, সাথে আরো থাকছে বঙ্গদেশের কিছু "লোকাল শিল্পী"।
কনসার্টের টিকেট, ওয়েবসাইটের ব্যানার, সবার ফেইসবুক স্টেটাস'এ বাংলাদেশের মিউজিক লেজেন্ড'দের যেভাবে পুরোপুরিভাবে উপেক্ষিত করা হলো বা হচ্ছে, তা দেখে আমি ভীষণভাবে লজ্জিত এবং অপমানিত বোধ করছি।
এই কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমান সেটা আমিও জানি। কিন্তু এল আর বি, মাইলস, অর্ণব, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ বা কুমার বিশ্বজিতের মত লেজেন্ড'দের এভাবে কোথাও পুরাপুরি অদৃশ্য আবার কোথাও ছোট্ট বুলেট পয়েন্টে স্থান দেয়াটা আমার কাছে নিজেদের নির্লজ্জ লেজুরবৃত্তি, আত্মসম্মানবোধহীনতা, মানসিক দৈন্যতা এবং চরম বেহায়াপনারই বহির্প্রকাশমাত্র।
Damn it guys! They are not just some "লোকাল শিল্পী".
They are our stars, our heroes, our pride.
নিজেদের মানুষগুলিকে প্রাপ্য সম্মানটুকু দিতে এত কিপ্টামি কেন আমাদের???
They are our stars, our heroes, our pride.
নিজেদের মানুষগুলিকে প্রাপ্য সম্মানটুকু দিতে এত কিপ্টামি কেন আমাদের???
আমাকে কনজার্ভেটিভ, পাতি-সেন্টিমেন্টাল বা যা খুশি বলে গালি দিতে পারেন, কিন্তু কিছুতেই মানতে পারছি না আমি ব্যাপারটা। স্যরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন