মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

নানুর কবর

এই পৃথিবীটাতে আমার দুইটা প্রিয় জায়গা আছে।

একটা আমার নানুর কবর, বনানী কবরস্থানে। নানু চলে যাওয়ার পর থেকে যখনি মন খারাপ হয়েছে, কবরের পাশে গিয়ে একা বসে থেকেছি। একগাদা কান্না এসে বুকের সব কষ্ট আর খারাপ লাগা ধুয়ে নিয়ে চলে গেছে প্রতিবার। এখন আমি শীত আসার জন্য অপেক্ষা করছি। গত শীতে নানুর কবরে ঘাস জন্মেনি। এবার সুন্দর সবুজ ঘাস হয়েছে। শীতের রাতে ঘন কুয়াশার মধ্যে নানুর পাশে বসে শিশিরমাখা ঘাসে হাত বুলানোর জন্য আমি অস্থির হয়ে অপেক্ষা করছি।

পরের জায়গাটার কথা কালকে বলব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন