শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

ডোনার ডাটাবেস'এ কতজন হলো সেই সংখ্যা গুনি।

আমরাই বাংলাদেশ'এর প্রথম এপিসোডের পর থেকে আমরা অদ্ভূত সুন্দর একটা সময় পার করছি। অসাধারণ কিছু ছেলে-মেয়ে অক্লান্ত চেষ্টা করছে চেনা-অচেনা মানুষের জন্য রক্ত যোগার করতে। তাদের সাথে একে একে এসে যোগ দিচ্ছে আরো কত-কত গ্রুপ। কারো মধ্যে কোনো হিংসামী নাই, দলাদলি নাই, ঝগড়া-বিবাদ নাই। "ভাইয়া, রক্ত লাগলে আমাদের জানাবেন, আমাদের কাছে ১,০০০ ডোনারের ডাটাবেস আছে। আমাদের লাগলেও আপনাদের জানাবো।" কি অসাধারণ সুন্দর একটা বাংলাদেশ। যদিও জানি, বহুদূর যেতে হবে, এখনো পথের অনেক রয়েছে বাকি। তবে আশেপাশের সবুজ ছেলেমেয়েগুলির সাহস দেখে ভরসা পাচ্ছি; ওরা ভয় পাবার বা থেমে যাবার বান্দা না। একদমই না।

আমি আর Arif ভাই এখন আর ফেইসবুক'এ স্টেটাস'এর লাইক গুনি না। এখন আমরা ডোনার ডাটাবেস'এ কতজন হলো সেই সংখ্যা গুনি। ডানে-বা'এ তাকালে রক্ত নিয়ে ক'জন কাজ করছে - সেই সংখ্যা গুনি। আপনারা যখনি কেউ ডোনার হিসেবে রেজিস্টার করেন, ডাটবেস'এর কাউন্টার'টায় একটা ডিজিট বেড়ে যায়; অদ্ভূত এক তৃপ্তি লাগে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

ছোট করেই নাহয় হলো, কিন্তু শুরুটাতো হলো। দেশটা তো আমাদের'ই, তাই না?

আমরাই তো বাংলাদেশ।

এখনো অনেক ডোনার প্রয়োজন। লিংকটা তাই আবার শেয়ার করলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন