আমরাই বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা-লেখালেখি-মাতামাতি দেখতে পাচ্ছি। একটা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তার ফেইসবুক পেইজে ২০ হাজারের বেশি লাইক ঠিক কি ইঙ্গিত দিচ্ছে, সেটা নিয়ে আমি একটু চিন্তিত। কিছুদিন আগে একটা স্টেটাস দিয়েছিলাম, কিং সলোমন'এর একটা বিখ্যাত উক্তির উদ্ধৃতি দিয়ে। কোনকিছু চাওয়ার আগে যেন আমরা বুঝে নিতে পারি, যা চাইছি তা কি আসলে সম্ভব? নাকি অসম্ভব। আমি যতটুকু বুঝি, আমাদের ইচ্ছেশক্তির নানা জায়গায় জং ধরে আছে; একদিন-দু'দিনের জং না - মোটামুটি মোক্ষম জং। কাজের কথা শুনলে তাই আমরা এদিক-ওদিক থেকে অন্য ইস্যু ধরে এনে ফোকাস সরিয়ে দিতে চাই; অথবা সমালোচনার ঝড় তুলে কাজটাই বন্ধ করে দেই। আমার ভয়টা সেই জায়গাতেই। শুরুতেই কঠিন কঠিন কাজ হাতে নিলে না মুখ থুবড়ে পড়তে হয়। ভাই, আমরাই বাংলাদেশ কোনো টক্ শো না; এখানে আমরা অ-সমাধান-যোগ্য বিষয়াদি নিয়ে চা'এর টেবিলে ঝড় তুলব না। আমরা শুধুমাত্র সেই সমস্যাগুলো নিয়েই কথা বলব, যেগুলোর সমাধান আমরা আমরাই করতে পারি; কখনো হয়ত ১,০০০ জনকে একসাথে হতে হবে, আবার কখনো হয়ত ১০,০০,০০০ জনকে। আর এই সমস্যাগুলো কোনো রাজনৈতিক দলের সমস্যা না, বা এই সমস্যাগুলি দূর করতে গিয়ে আপনি কোনো দলের ট্যাগ'ও খাবেন না। এমনও না, কোনো মাস্তান-বাহিনী আপনাকে চিপায় নিয়ে উত্তম-মধ্যম দিয়ে দিবে।
"আমরাই বাংলাদেশ" নামটা কিন্তু খুবই রিস্কি একটা নাম। নামটা চরম তাচ্ছিল্য নিয়ে যেমন বলা যায়, বুক-ভর্তি গর্ব নিয়েও বলা যায়। যেসব সমস্যা বা উদ্যোগের কথা তুলে ধরার পরিকল্পনা আমরা করছি, আমরাই বাংলাদেশ'এর একজন হিসেবে এটুকুই বলতে পারি, সবাইকে যদি পাশে না পাই, এই আমিই একসময় পরাজয় মেনে নিয়ে তাচ্ছিল্য নিয়ে বলব - হ্যা, এই হলাম আমরা। আর আমরাই বাংলাদেশ।
আমাদের লক্ষ্য একটাই - ছোটো করেই নাহয় হোক, শুরুটা তো হোক। জং'টা তো ছাড়াই আগে। দেশটা তো আমাদেরই, তাইনা?
আমরাই তো বাংলাদেশ।
"আমরাই বাংলাদেশ" নামটা কিন্তু খুবই রিস্কি একটা নাম। নামটা চরম তাচ্ছিল্য নিয়ে যেমন বলা যায়, বুক-ভর্তি গর্ব নিয়েও বলা যায়। যেসব সমস্যা বা উদ্যোগের কথা তুলে ধরার পরিকল্পনা আমরা করছি, আমরাই বাংলাদেশ'এর একজন হিসেবে এটুকুই বলতে পারি, সবাইকে যদি পাশে না পাই, এই আমিই একসময় পরাজয় মেনে নিয়ে তাচ্ছিল্য নিয়ে বলব - হ্যা, এই হলাম আমরা। আর আমরাই বাংলাদেশ।
আমাদের লক্ষ্য একটাই - ছোটো করেই নাহয় হোক, শুরুটা তো হোক। জং'টা তো ছাড়াই আগে। দেশটা তো আমাদেরই, তাইনা?
আমরাই তো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন