কাল রাতে আড্ডা দিচ্ছিলাম ইফতেখারের বাসায়। খুব সুন্দর একটা কথা বলল ও। মাথায় ঢুকে গেছে। তাই শেয়ার করছি।
আমাদের নবী সোলায়মান (আঃ) (কিং সলোমন)-এর একটা বিখ্যাত উক্তি আছে। মানুষের জন্য আল্লাহ'র কাছে তিনি ৩টা ক্ষমতা চাইতেন।
১। "যা বদলানোর ক্ষমতা আমার আছে, আমাকে যেন তা বদলানোর শক্তি ও সাহস দেয়া হয়।"
২। "যা বদলানোর ক্ষমতা আমার নাই, তা মেনে নেয়ার মত ধৈর্য আর সহনশীলতা যেন আমাকে দেয়া হয়।"
৩। "সবশেষে, কোনটা আমি বদলাতে পারব আর কোনটা পারব না, সেটা বোঝার মত বুদ্ধি যেন আমাকে দেয়া হয়।"
কোনো কিছু চাওয়ার আগে এতটুকু বুঝে নিতে পারলে হয়ত এত চিত্কার, অসন্তোষ, ভুল-বোঝাবুঝি আর সমালোচনার ফুলঝুরি বন্ধ হয়ে যেত।
[ইফতেখার, কোথাও ভুল হলে ঠিক করে দিস]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন