বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

নেগেটিভ ব্লাড গ্রুপের ডোনার প্রয়োজন। আরো অনেক।

নেগেটিভ ব্লাড গ্রুপের ডোনার প্রয়োজন। আরো অনেক।

প্রতিদিনই রক্তের চাহিদা বাড়ছে। চেষ্টার ত্রুটি করছে না কেউ। তারপরও কুলিয়ে ওঠা যাচ্ছে না। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনার লিস্ট শেষ হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা এগিয়ে আসুন। 

আমরাই বাংলাদেশ পেইজে অনেকে মেসেজ করে জানতে চাইছেন, কিভাবে আপনারা আমাদের কাজে যোগ দিতে পারেন। বেশ কয়েকটা উপায় বলে দিচ্ছি, যেগুলো শুধুই রক্ত সম্পর্কিত। 

১। আপনি নিজে প্রথমে ডোনার হিসেবে রেজিস্টার করুন। অন্যদেরও উত্সাহিত করুন।  পেইজে এখন মেম্বার ৩৭,০০০, ডাটাবেসে ৪/৫ হাজারের বেশি না। হিসাব মিলছে না। 

২। পোস্টটি শুধুমাত্র দেখে বা শুধু লাইক দিয়ে দায়িত্ব শেষ মনে করবেন না। আর কিছু না করতে পারলে অন্তত শেয়ার করুন।

৩।  আপনার আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধব-পাড়া-প্রতিবেশীদের রক্তের গ্রুপ নিয়ে একটা ডাটাবেস তৈরী করুন। সেই ডাটাবেস আমাদের দেয়ার কোনো প্রয়োজন নাই। শুধু আপনার নাম, আপনার কন্টাক্ট নম্বর, আপনার ডাটাবেসটি কোন এলাকার এবং সে ডাটাবেস'এ কোন গ্রুপের কতজন আছে, আমাদের জানিয়ে রাখুন। আপনার এলাকার কাছাকাছি কোনো রক্তের প্রয়োজনে যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। ভেবে দেখুন ১,০০০ জন মানুষ যদি ৫০ জন মানুষকে নিয়েও একটা ডাটাবেস তৈরী করতে পারেন, ৫০,০০০ ডোনার কিন্তু রেডি করে ফেলতে পারি আমরা!

৪। শুধু নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজছি বলে ভাববেন না, পসিটিভ গ্রুপের রক্ত আমাদের অনেক যোগার হয়ে গেছে। পসিটিভ গ্রুপের রক্তের ডোনার'ও অনেক প্রয়োজন। অনেকে ভাবে কমন গ্রুপের রক্ত লাগলে কেউ না কেউ নিশ্চয়ই ডোনেট করবে, সবাই যদি "কেউ না কেউ"এর কথা ভাবে, তাহলে রুগী রক্ত পাবে কিভাবে। 

৫। ফেসবুক এপ্লিকেশন'এর লিংকটা আবার দিয়ে দিলাম। যদি ওখানে ডাটা এন্ট্রি করতে সমস্যা হয়, প্লিজ হাল ছেড়ে দেবেন না। আমরাই বাংলাদেশ পেইজে আপনার তথ্যগুলো ইনবক্স করে দিন, আমরা ডাটা এন্ট্রি করে নিব। দয়া করে কমেন্টের মাধ্যমে তথ্য দেবেন না। নিম্নলিখিত তথ্যগুলো পেলেই আমরা আপনাকে ডোনার হিসেবে রেজিস্টার করে নিতে পারব। 

- নাম 
- রক্তের গ্রুপ 
- জেলা 
- এলাকা/থানা 
- ঠিকানা 
- ফোন/মোবাইল নম্বর 
- শেষ কবে রক্ত দিয়েছেন সেই তারিখ (যদি আগে না দিয়ে থাকেন, তাহলে কিছু না লিখলেও চলবে) 

অনুরোধ করছি, পোস্টটি শেয়ার করার জন্য। আশা করছি আজকে অনেকে ডোনার হিসেবে রেজিস্টার করতে এগিয়ে আসবেন। দেশটা তো আমাদেরই, তাইনা? 

আমরাই তো বাংলাদেশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন