রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

আঁখি আলমগীর আর রবি চৌধুরী

একটা টিভি প্রোগ্রামে দেখলাম আঁখি আলমগীর আর রবি চৌধুরীর সাক্ষাতকার দেখাচ্ছে।
উপস্থাপিকা প্রশ্ন করলেন, "তো রবি'দা, আপনার নেক্সট প্রজেক্ট সম্পর্কে কিছু বলুন।"
রবি'দা বললেন, "আমি একটা গযল'এর অ্যালবাম নিয়ে কাজ করছি। আমরা তো দেশে-বিদেশে অনেক জায়গায় শো করি, নানা রকম অনুরোধ আসে। তাই ভাবলাম নিজের কিছু গযল থাকলে খারাপ হয়না।"
আঁখি আলমগীর তার সাথে যোগ করলেন, "একদম ঠিক বলেছেন। যেখানেই যাই, হিন্দি গান গাওয়ার রিকোয়েস্ট আসে। আরে, অন্যের গাওয়া হিন্দি গান গাওয়ার চেয়ে নিজের হিন্দি গান গাওয়াই তো ভাল, তাই না? হা হা হা, হি হি হি।"
প্রথমে ভাবলাম, তিনি বোধহয় শ্রোতাদেরকে তাদের হিন্দিপ্রিতির জন্য সূক্ষ্ম খোঁচা দিলেন। কিন্তু না। পরক্ষনেই ভুল ভাঙল । ভদ্রমহিলা আসলেই ব্যাপারটাকে বেশ সিরিয়াসলি নিয়েছেন! তার একটা হিট গানের কথায় নাকি "জোর কা ঝাটকা", "বাবুজি রে" ইত্যাদি হিন্দি শব্দের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
আল্লাহ্‌র অশেষ রহমত, এই ভয়ঙ্কর বুদ্ধিটাকে এখনো পর্যন্ত আমাদের অন্যান্য শিল্পীরা তাদের মাথায় ঢুকতে দেন নাই।
এই বুদ্ধিতে সবার আঁখি যদি খুলে যায় ... সবার গানে যদি বাবুজি এসে ঝাটকা লাগানো শুরু করে ... হামলোগ তো বরবাদ হো জাইঙ্গা রে। বিলকুল বরবাদ হো জাইঙ্গা!!!

August 27, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন