রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

হয়ত ব্যাপারটা এমন হবে অনেক অনেক দিন পর ... 

দাদী একহাতে একটা আপেল নিয়ে ফোকলা হাসি হাসতে হাসতে নাতি-পুতি'দের গল্প শোনাবেন - "বুঝলি রে, এই আপেলের বয়স কিন্তু আমার থেকেও বেশি। আমার শ্বশুর যেদিন প্রথমবার আমারে দেখতে আসছিল, সেই দিন তিনি
এই আপেল সাথে নিয়া আসছিল। তারপর ... কতজন কত চেষ্টা করল। কিন্তু এই আপেলরে পচাইতে পারেনাই, পোকা ধরাইতেও পারেনাই তোর বাবা ... তার বাবা ... তার বাবা ... " 

----------
যতবার ডাইনিং টেবিলের উপর অমর মাল্টা'টা দেখি, ততবার মগজের মধ্যে ফরমালিন নাড়াচাড়া দিয়ে ওঠে। হে খোদা, তুমি আমাদের রক্ষা কর।

August 18, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন