রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

রেডিও ফুর্তির প্রশংসা

বেশ কয়েকমাস আগে একটা লেখায় এফএম স্টেশনের একটা প্রোগ্রাম নিয়ে কিছু কথা লিখেছিলাম। রেডিও ফুর্তির একটা প্রোগ্রামটা, যাতে পরপর ৩টা দারুণ গান শোনানো হয়।

বেশ কিছুদিন প্রোগ্রামটা ফলো করে বুঝতে পেরেছিলাম - গান ৩টার একটা বাংলা, একটা ইংলিশ আর একটা হিন্দি। বাংলা আর ইংলিশের সাথে হিন্দির সমবণ্টন দেখে আমার বেশ গাত্রদাহ হয়েছিল। শুধুমাত্র সে কারণেই লেখাটা লিখেছিলাম। কারো প্রতি ব্যক্তিগত কোন আক্রোশ থেকে নয়. 

তারপরও, লেখাটি পোস্ট করার কারণে বেশ কিছু কাছের মানুষ আমাকে ভুল বোঝে। এই কাছের মানুষগুলির সবাইই কোন না কোনভাবে ওই চ্যানেল অথবা প্রোগ্রামটির স্পন্সর অথবা স্পন্সর কোম্পানির অ্যাড এজেন্সির মানুষ। কিছুটা কষ্ট পেলেও আমি আমার সাধ্যমত চেষ্টা করেছিলাম আমার নিজের অবস্থানটা পরিষ্কার করতে। পুরোপুরি কাজ হয়েছিল কিনা জানি না; কিন্তু যেহেতু মানুষগুলি পছন্দের চরিত্র, তাই মন থেকেই চেষ্টা করেছিলাম।

অবাক ব্যাপার হল, অনেকের কাছ থেকেই এরপর আমি "অ্যান্টি-এফএম" ট্যাগ খেয়ে যাই।

গত কয়েক সপ্তাহ ধরে সকালে অফিসে আসার সময় আমি এই প্রোগ্রামটা আবার শুনছি। এবং মনোযোগ দিয়ে ফলো করছি। এখনো সেখানে পরপর ৩টা দারুণ গান শোনানো হয়। প্রোগ্রামটার পলিসি চেঞ্জ হয়েছে কিনা জানি না, কিন্তু যতবারই শুনেছি, প্রতিবারই তিনটার মধ্যে দুইটা বাংলা আরেকটা ইংলিশ গান পেয়েছি।

প্লিজ, আবারও ভুল বুঝবেন না। কোনভাবেই এই পরিবর্তনের জন্য আমি নিজেকে ক্রেডিট দিচ্ছি না। অবশ্যই আপনারা সব কিছু বিবেচনা করে এই নতুন ফরম্যাট বেছে নিয়েছেন; যা শ্রোতা হিসেবে আমার ভাল লেগেছে।

আমার পছন্দের সাথে বাকি সবার পছন্দ মিলতে হবে এমন কোন কথা নাই। কিন্তু যেহেতু এই দুইটা বাংলা আর একটা ইংলিশ/হিন্দি/আরবি/ফ্রেঞ্চ/পারসি/মঙ্গোলিয়ান/ব্লা-ব্লা ফরম্যাট আমার পছন্দ হয়েছে, তাই সবাইকে ধন্যবাদ দিতেই এই লেখাটি পোস্ট করা।

সমালোচনা করতে আমরা বড়ই পটু। প্রশংসা করতেই কেন যেন আমাদের যাবতীয় কিপ্তামি। আজকে নাহয় কিপ্তামিটা না'ই করলাম।

August 19, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন