নিউজফীডে কিছুক্ষণ পরপরই একটা লঞ্চডুবির ভিডিও শেয়ার হতে দেখছি। ওটাতে ক্লিক করার সাহস হয়নি আমার।
আমি দুর্বলচিত্বের মানুষ; চোখের সামনে মানুষের মৃত্যু সহ্য করতে পারি না। বিশ্বজিতের কুপিয়ে মারার ভিডিও দেখতে পারিনি, রানা প্লাজার তলা থেকে যখন মৃত-অর্ধমৃত শরীরগুলোকে টেনে বের করা হচ্ছিল, তখনও চোখ বুজে ছিলাম।
শপার্স ওয়ার্ল্ড'এর সামনে এক নেতাকে গুলি করে মেরে ফেলল - না বুঝে ওই ভিডিওটা দেখে ফেলেছিলাম। তারপর কয়েক রাত ঘুমাতে পারিনি।
একটা মানুষ এক মুহূর্ত আগে বেঁচে ছিল, এক মুহূর্ত পরেই সে নাই - একটা ভিডিওর মধ্যেই জীবন-মরণের মাখামাখি - আমি নিতে পারি না। ভিতু, দুর্বল, কাপুরুষ যা বলবেন, আমি সেটাই।
আমি দুর্বলচিত্বের মানুষ; চোখের সামনে মানুষের মৃত্যু সহ্য করতে পারি না। বিশ্বজিতের কুপিয়ে মারার ভিডিও দেখতে পারিনি, রানা প্লাজার তলা থেকে যখন মৃত-অর্ধমৃত শরীরগুলোকে টেনে বের করা হচ্ছিল, তখনও চোখ বুজে ছিলাম।
শপার্স ওয়ার্ল্ড'এর সামনে এক নেতাকে গুলি করে মেরে ফেলল - না বুঝে ওই ভিডিওটা দেখে ফেলেছিলাম। তারপর কয়েক রাত ঘুমাতে পারিনি।
একটা মানুষ এক মুহূর্ত আগে বেঁচে ছিল, এক মুহূর্ত পরেই সে নাই - একটা ভিডিওর মধ্যেই জীবন-মরণের মাখামাখি - আমি নিতে পারি না। ভিতু, দুর্বল, কাপুরুষ যা বলবেন, আমি সেটাই।
হঠাৎ ফেইসবুকের উপর প্রচণ্ড রাগ হল। স্মার্টফোনের উপরও। আগে যখন এসব ছিল
না, তখন তো এমন সব ভয়ঙ্কর দৃশ্য দেখতে হত না। পেপারে পড়তাম "চাঁদপুরে
লঞ্চডুবি, নিহত শতাধিক" বা "বন্দুকযুদ্ধে ছাত্রনেতা নিহত" - যেহেতু পরিচিত
কেউ মরে নাই, তাই খুব একটা গায়ে লাগতো না। সত্যি বললাম।
হঠাৎই আবার রাগটা চলে গেল। রাগটা অন্যদিকে ট্রান্সফার হয়ে গেল।
এই লঞ্চডুবির ভিডিওটা কি মাননীয় নৌপরিবহন মন্ত্রী দেখেছেন? বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মহোদয় দেখেছেন? যাদের অনুমতিতে বা অবহেলায় ১৫০ জন ক্যাপাসিটির লঞ্চে ৩৫০ জন ওঠানো হয়েছিল - ভিডিওটি কি তারা দেখেছেন?
দেখার পর তারা কি করেছেন? তাদের কি কষ্ট হয়েছিল? নিজেদের প্রতি কি তাদের ঘৃণা জন্মেছিল। হাতের তালুতে কি তারা ওই মরে যাওয়া মানুষগুলির রক্ত দেখতে পেয়েছিল?
নাকি গায়েই লাগেনি কিছু! নাকি উনারা 'আল্লাহ্র মাল আল্লাহ্ নিয়ে গেছে' - এই যুক্তিতে ২ রাকাত নফল নামাজ পড়ে, মৃতদের রুহের মাগফিরাত কামনা করেই দায়িত্ব শেষ করে দিয়েছেন?
আমি চাই ভিডিওটা আপনারা বারবার দেখুন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। অনেক বেশি বেশি কষ্ট পান। অপরাধবোধে নিদ্রাহীন রাত কাটান। তারপর আপনাদের দায়িত্বটা ঠিকমত উপলব্ধি করুন। আপনাদের ঠিক আর ভুলে, আপনাদের দায়িত্ব পালনে আর দায়িত্বহীনতায় মানুষের জীবন আর মৃত্যুর সিদ্ধান্ত হয়।
আমি আপনাদের পদত্যাগ চাই না। আমি জানি, এদেশে এসব হয় না।
আমি চাই, আপনারা দয়া করে সচেতন হন, দায়িত্ববান হন, বিবেকবাক হন।
আমি চাই, আপনারা মানুষ হন।
August 4, 2014
হঠাৎই আবার রাগটা চলে গেল। রাগটা অন্যদিকে ট্রান্সফার হয়ে গেল।
এই লঞ্চডুবির ভিডিওটা কি মাননীয় নৌপরিবহন মন্ত্রী দেখেছেন? বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মহোদয় দেখেছেন? যাদের অনুমতিতে বা অবহেলায় ১৫০ জন ক্যাপাসিটির লঞ্চে ৩৫০ জন ওঠানো হয়েছিল - ভিডিওটি কি তারা দেখেছেন?
দেখার পর তারা কি করেছেন? তাদের কি কষ্ট হয়েছিল? নিজেদের প্রতি কি তাদের ঘৃণা জন্মেছিল। হাতের তালুতে কি তারা ওই মরে যাওয়া মানুষগুলির রক্ত দেখতে পেয়েছিল?
নাকি গায়েই লাগেনি কিছু! নাকি উনারা 'আল্লাহ্র মাল আল্লাহ্ নিয়ে গেছে' - এই যুক্তিতে ২ রাকাত নফল নামাজ পড়ে, মৃতদের রুহের মাগফিরাত কামনা করেই দায়িত্ব শেষ করে দিয়েছেন?
আমি চাই ভিডিওটা আপনারা বারবার দেখুন। খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। অনেক বেশি বেশি কষ্ট পান। অপরাধবোধে নিদ্রাহীন রাত কাটান। তারপর আপনাদের দায়িত্বটা ঠিকমত উপলব্ধি করুন। আপনাদের ঠিক আর ভুলে, আপনাদের দায়িত্ব পালনে আর দায়িত্বহীনতায় মানুষের জীবন আর মৃত্যুর সিদ্ধান্ত হয়।
আমি আপনাদের পদত্যাগ চাই না। আমি জানি, এদেশে এসব হয় না।
আমি চাই, আপনারা দয়া করে সচেতন হন, দায়িত্ববান হন, বিবেকবাক হন।
আমি চাই, আপনারা মানুষ হন।
August 4, 2014
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন