ক্রিকেটাবেগ
১। আমি সাধারণত বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়াম'এ যাই না; যতবার গেছি ততবার হেরেছি। এই তালিকায় শেষ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিস'এর সাথের ভয়ংকর ম্যাচ'টাও আছে। বাংলাদেশ যদি বাজে ভাবে হারে, আমি বাসায় ফেরার সাথে সাথে আমার মেয়ে রাগ রাগ চেহারা নিয়ে জেরা করে "বাবা, সত্যি করে বল তো তুমি মাঠে গেসিলা কিনা?"
২। আমার বাসায় দুইটা টিভি; একটা বড়, আরেকটা ছোট। আমি বড় টিভি'টাতে কখনো বাংলাদেশের খেলা দেখি না। ছোটটা'তে দেখলে আমরা জিতি।
৩। অফিস'এ কাজের ফাঁকে ফাঁকে ক্রিক-ইনফো'তে খেলা ফলো করছি, বাংলাদেশ ভালো খেলছে, কনফারেন্স রুম থেকে মহা হইচই'এর আওয়াজ শুনতে পাচ্ছি - সবাই টিভি'তে খেলা দেখছে। আমি সাধারণত ওই হইচই'এ যোগ দেই না। বেশির ভাগ সময় আমি যোগ দেয়ার সাথে সাথেই আমাদের একটা উইকেট পড়ে।
৪। বন্ধু-বান্ধব নিয়ে প্ল্যান করে আমি বাংলাদেশের খেলা দেখি না। যতবার দেখেছি, ততবার হেরেছি। একা একা ঘরে বসে খেলা দেখলে জিতি; জেতার পর সবার সাথে সেলেব্রেট করতে যাই।
আজকে Javed Kaisar-এর স্টেটাস'টা দেখে ভাবনাটা মাথায় আসল। আমাদের সবারই নিশ্চয়ই এমন কোনো না কোনো কু-সংস্কার আছে। কাউকে হয়ত কখনো বলা হয় না, কিন্তু বাংলাদেশকে জেতানোর জন্য আমরা গোপনে এসব ঠিক'ই মেনে চলি। একটা ছোট বই বের করলে কেমন হয়? পকেট বুক? ক্রিকেট'এর জন্য আমাদের সবার এই আজব ভালোবাসাগুলোকে এক জায়গায় লিখে রাখতে। ১৫/২০ কপি ছাপিয়ে ফেলবো, তারপর সাকিব-তামিম-মুশফিক'দের গিফট করব।
শোনাবেন নাকি আপনার পাগলামির কিছু নমুনা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন