শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

প্রজেক্টর

প্রজেক্টর



দিন কাল বেশ খারাপ। ব্যবসা হলুদ আর কমলা বাত্তির মাঝামাঝি স্থানে অবস্থান করছে, পরবর্তী গন্তব্য লালে। এমন সময়গুলিতে ফোন আসলেই আশায় চোখ চকচক করে ওঠে। সকালে দাত ব্রাশ করছি, দেখি আননোন নম্বর থেকে ফোন, মুখের পেস্ট বেসিনে ফেলে ইংলিশ ইংলিশ ইস্টাইলে বললাম "হেআয়্লো"; "রাজীব হাসান চৌধুরী বলছেন" - বেশ স্মার্ট কন্ঠস্বর। আমি মোটামুটি ৭০% শিওর এটা একটা ক্লায়েন্ট-রুপী ফেরেশতার ফোন। "জ্বি, বলছি, কে বলছেন?" - আমি ততক্ষণে আরো ইংলিশ। "আমি মেজবা (আসল নাম ভুলে গেছি), এক্স-ওয়াই-জেড টেকনোলজিস (এইটাও ভুলে গেছি) থেকে বলছি"... আহা, আমি ৯৫% শিওর একটা বড়সর ইভেন্ট করতে চাইবে এখন। গদগদ হয়ে প্রশ্ন করলাম "জ্বি, কিভাবে হেল্প করতে পারি আপনাকে?" "ভাই, আপনারা প্রজেক্টর ভাড়া দেন?"
.
.
.
.
.
মাইরালা, আমারে পুরাই মাইরালা।


Written on: 20 Februray 2013

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন