বাচ্চু ভাই
মানুষ এত খারাপ কিভাবে হয়?
বাচ্চু ভাই সংক্রান্ত স্টেটাসটা দেয়ার পর ১০ মিনিট'ও কাটে নাই। ফেইসবুক'এর মেসেজ'এ এক জ্ঞানী নক করলো। সেদিনের ছেলে। কিন্তু বিশাল মার্কেটিং - ব্র্যান্ডিং এক্সপার্ট। বিদ্যার জাহাজ। "বস, বাচ্চু ভাই'কে নিয়ে আগে থেকেই একটা অ্যাড বানিয়ে রাখেন। ধরেন, একটা কালো রং'এর গিটার, সাথে হেডলাইন, রুপালি গিটার আজ কালো হয়ে গেল ... বুঝলেন না? ইনশাল্লাহ উনি ঠিক হয়ে যাবেন, তারপরও বলা তো যায়না, হায়াত-মৌত আল্লাহর হাতে। রেডি হয়ে থাকলেন, এই আর কি।"
আমি না ঠিক বুঝে উঠতে পারি নাই, হারামজাদা বলে কি? তার উদ্দেশ্য কি? মানুষ এভাবে চিন্তা করতে পারে? একবার ভাবলাম শালারে সাথে সাথে ব্লক মেরে দেই আর কালকেই ওর বস'কে মেসেজটা কপি-পেস্ট করে পাঠাই। বস'কে ইমেইল অবশ্শই করব। ব্লক করার চিন্তা'টা একটু ভেবে বাদ দিলাম। কারণ ওরে যে আমি হারামজাদা, কুত্তার বাচ্চা, শুওরের বাচ্চা বলে গালি দিব, ঐটা তো ও ব্লক করলে দেখতে পাবে না।
ভাই আমার, তখন মেসেজ'এর জবাব দেই নাই, এখানে দিলাম, খুশি হইসেন? লজ্জা থাকলে মাথা'টা নিচু করে চুপ করে বসে থাকেন আর ইয়া নফসি ইয়া নফসি করেন। মাথাটা আরেকটু গরম হলেই আপনার সোনার টুকরা নামটা এখানে পেস্ট করে দিব।
হারামজাদা।
[Written on: November 30, 2012]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন