শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

তখন কোথায় ছিলেন আপনারা?


তখন কোথায় ছিলেন আপনারা? 



মরলো সুনীল. অনেক মানুষ স্টেটাস দিল, ব্যস, শুরু হয়ে গেল অতীত নিয়ে ঘাটাঘাটি. "হুমায়ুন আহমেদ'এর সময় তো মানুষ এতবার চোখ'এর পানি ফেলে নাই", "পশ্চিমবঙ্গ কি আমাদের হুমায়ুন মরা'র পর এত মাতম করসিলো, যে ওদের সুনীল মরলে আমাদের করতে হবে? তখন আপনারা কোথায় ছিলেন? যত্তসব আদেখ্লামি". 
বৌদ্ধ মন্দির পুড়ল. সুস্থ বিবেকবুদ্ধিসম্পন্ন মানুষ ফেইসবুক'এ এ নিয়ে দুঃক্ষ প্রকাশ করলো. কেউ কেউ প্রোফাইল পিকচার কালো করলো. "কেন? মায়ানমার'এ যখন মুসলিমদের উপর অত্যাচার হলো, তখন কোথায় ছিলেন আপনারা?" "হিন্দুদের মন্দিরও তো কত ধংশ হলো, তখন তো এত কথা শুনি নাই!"

footballer জয় পিস্তল নিয়ে ঢুকে গেল মাঠে, পত্রিকায় ছবি ছাপা হলো. উনি প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইলেন. এবং তারপরই করে বসলেন মোক্ষম প্রশ্নটি, "অতীতেও তো বাফুফের কত জন খেলার সময় মাঠে ঢুকেছেন, তাদের নিয়ে তো টু শব্দটাও শুনি নাই, তখন কোই ছিলেন আপনারা?"

ছাত্রলীগ'এর "হারিয়ে যাওয়া ধন" আখতারুজ্জামান তাকিম হঠাত উদয় হলেন রাজশাহী মেডিকেল কলেজ'এ. কি আজব!!! পত্রিকার ছবিতে দেখা গেল, সাথে স্বয়ং পুলিশ'এর dc মহোদয়, যার সুযোগ্য দলবল নাকি গরু খোজা করেও তাকিমকে খুঁজে পাইনি. ভুলেও কিন্তু প্রশ্ন করতে যাবেন না. উত্তর পেতে পারেন "ছি ছি ছি, এমন প্রশ্ন আপনাদের মত শিক্ষিত মানুষদের কাছ থেকে আশা করি নাই. সামান্য একজন cadre এর সাথে ছবি উঠেছে বলে প্রশ্ন করলেন ভাই? এর আগে কত্ত বড় বড় খুনি, রেপিস্ট, ঋণখেলাপির সাথে ছবি তুললাম, তখন কোথায় ছিলেন আপনারা এই প্রশ্ন নিয়ে? ছিঃ!!"

ইলিয়াস আলী গুম হলেন, সরকার বলল, "সো what? আগের সরকার'এর সময় যে পল্টন'এ বোমা মারলো, নেতা-নেতাকর্মী মারা গেল, সেটার জবাব কি? ছিলেন কোথায় তখন সবাই? হুমমম??"

যেকোনো আকাম করলে ইনশাল্লাহ আমাদের আর কোনো চিন্তা নাই. এই এক সর্বরোগ'এর মহৌষধ প্রশ্ন নিয়ে আমরা খালি অতীতে চলে যাব. ১/১১, ৯১, ৮১, ৭৫, ৭১, ৫২, ৪৭ এই করতে করতে একদম বিগ bang থীয়রিতে ধাক্কা খাব. সামনের দিকে তাকানোর কোনই প্রয়োজন নাই. আমরা এই করতে করতেই একদিন কব্বরে চলে যাব, সবাই বলেন "ইনশাল্লাহ".

হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করতে পারেন, "ওহে মানবসন্তান, তোমাকে তো কোনো ক্যালকুলেশন'এই জান্নাত গিফট করতে পারছি না, জাহান্নাম'এর অবস্থা যদিও খুবই crowded তারপরও দেখি ওখানেই তোমার কিসু না কিসু একটা ব্যবস্থা করে দিচ্ছি"....

"মানে কি??? এইটা কি বললেন??? পুরা লাইফ'এ দেখা দিলেন না একবার'ও, প্রথম দেখা'তেই জাহান্নাম'এর অর্ডার? পুরাই তো partiality কেস. নবী-রাসুলদের সময় কত্তবার দেখা দিসেন, সাগর দুই ভাগ করে দেখাইসেন , এক কলসি পানি পুরা গ্রামবাসীরে খাওয়াইসেন, আরো কত্তরকম তেলেসমাতি দেখাইসেন. আমাদের আমলে কই ছিলেন??? এইটা কোনো বিচার হইলো???"

[প্রথমবার ফেইসবুক এ বাংলায় লিখলাম. ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি]



Written on: October 23, 2012


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন