শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

ডিজিটাল হিংসামি

ডিজিটাল হিংসামি





জয়ীকে নিয়ে কিছুটা টেনশনে ছিলাম, জীয়নকে আদর করতে দেখে মেয়ের যদি মন খারাপ হয়! ছোট ভাই-বোন জন্মানোর পর বড়টার এই ধরনের কমপ্লেক্স খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু জীয়নের প্রায় সাত মাস বয়সে আল্লাহর রহমতে জয়ীর মধ্যে আদর-সংক্রান্ত কোনো হিংসা বা ঈর্ষা একদমই দেখি নাই, বরং কোনদিন ছেলেকে ঠিকমত সময় না দিলে মেয়েই আমাকে কথা শোনায় সবচেয়ে বেশি।

কিন্তু ডিজিটাল যুগের ডিজিটাল ছেলেপেলের সমস্যাও যে ডিজিটাল, এটা আজকে প্রমানিত হলো। ফেসবুকে ছেলে আর মেয়ে, দু'জনের দু'টা ছবি আপলোড করলাম, মেয়ে মহা খুশি। জীয়নের ছবি দেখে জয়ী "awww, কি কিউট, মনে হয় গাল দুইটা খেয়ে ফেলি" টাইপ অনেক কিছু বলে ফেললো, তখনও এনালগ বাপ ডিজিটাল প্রবলেম ধরতে পারে নাই, একটু পর পর মেয়ে খালি বলে "বাবা, দেখো তো কোন ছবিতে কয়টা লাইক পড়ল?" ছেলের ছবি'তে ৭৯ লাইক, মেয়েরটাতে ৫৭ .... শুরু হলো মনে হই ডিজিটাল হিংসামি ... বোঝো ঠেলা এখন!!!

বন্ধুরা, যদি লাইক দিতেই চান , দয়া করে দুই ছবিতেই লাইক দিয়েন। ছেলে এখনো লাইক'এর মামলাটা বোঝে না, তাই ওরটাতে না দিলেও ক্ষতি নাই, কিন্তু ভাই, মেয়ের'টাতে না দিয়ে আমাকে বিপদে ফেলবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন