সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

মূর্খের এনালাইসিস

মূর্খের এনালাইসিস কে কে আমার সাথে একমত?

১। আওয়ামিলিগ, বিএনপি, জামাত, জাপা - সবক'টা রাজনৈতিক দলের চাওয়া আসলে একটাই - ক্ষমতায় থাকা। ক্ষমতায় থাকলে দেশের উন্নতি কিছুটা করব, কিন্তু নিজের আখের বেশি গোছাবো।
২। ক্ষমতায় যাওয়ার জন্য এরা যে কোনো লেভেল পর্যন্ত নিচে নামতে কুন্ঠা বোধ করে না।
৩। জামাত বা হেফাযত নিজেরাও জানে যে তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে; যারা তাদের এতদিন "ছাগু, ছাগু" করেছে, মুচকি হাসি হেসে তারা প্রমান করে দিচ্ছে, আসল "ছাগল" আসলে কারা। এই দেশে একটা রাজাকার-বিরোধী আন্দোলনকে ধর্ম-যুদ্ধ বানিয়ে ফেলা আসলেই চাট্টিখানি ব্যাপার।
৪। ধার্মিক, নাস্তিক, নারীবাদী, নারী-বিবাদী, সংখ্যালঘু, শাহবাগ, এন্টি-শাহবাগ - এগুলো আসলে "ভোট-ব্যাঙ্ক' ছাড়া আর কিছুই না। এদের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো নৈতিক মিল-মহব্বত সম্ভব না, শুধু স্বার্থগত সাময়িক বন্ধুত্ব সম্ভব।
৫। ৯৯ ভাগ হেফাযতী "ব্লগ" মানে জানে না। এদের অত্যন্ত সুকৌশলে মগজ-ধোলাই করা হয়েছে। বাকি ১ ভাগের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না; কিন্তু এতটুকু জানি এরা বিগ-টাইম পাপী।
৬। ৯৯ ভাগ ছাত্রলীগ বা ছাত্রদল কর্মী অর্থনৈতিকভাবে লাভবান হবার জন্য রাজনীতি করে। বাকি ১ ভাগের কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এরা আসলেই ভালো মানুষ।
৭। রাজনৈতিক যেসব নেতারা টক-শো'তে আসে, সেসব টক-শো না দেখেই বলে দেয়া যায়,- কে কি বলবে।
৮। সুশীল সমাজের যারা টক-শো'তে আসেন, সেগুলা থেকে অপ্রত্যাশিত কিছু আশা করা যায়; কারণ তারা কে কখন কোন দিকে মোচড় খাবে, সেটা খোদ সৃষ্টিকর্তাও বলতে পারবেন না।
৯। নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা খুবই কম। নেতৃত্ব আকাশ থেকে নাজিল হবে না, রুট লেভেল থেকে উঠে আসতে হবে; রুট লেভেলের যা অবস্থা, নিকট ভবিষ্যতে ভালো কোনো নেতৃত্ব উঠে আসবে বলে মনে করি না।
১০। দেশের অধিকাংশ মানুষ এখনো রাজাকারদের ফাঁসি চায়। সব রাজাকারদের - এ-দলের, বি-দলের - সব রাজাকারদের। আবার জনগণ এতটাও বোকা না যে তারা স্বপ্ন দেখবে এ-দল তার নিজের এক রাজাকার নেতা'কে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। তবুও তারা রাজাকারদের ফাঁসি চায়, কারণ ১০টা রাজাকারের মধ্যে বি-দল আর সি-দলের ৭টাকে ঝুলাতে পারলে, বাকি ৩টাকেও কোনো এক সময় ঝুলানো যাবে। যদি এই ৩টার আশায় বসে থাকতে হয়, তাহলে মোট ১০ জন'ই গা'এ হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, একদিন ১৫ কোটি মানুষকে টুউউট করে দিবে।
১০। আমরা জাতিগতভাবে কান্সারে আক্রান্ত। আগে পচনটা ধীরে ধীরে ছড়াচ্ছিল; এখন ছড়ানোর গতি ভয়াবহ।
১১। আমরা যারা ফেইসবুক'এ পক-পক করি, তাদের অবস্থা হলো টক-শো'এর হোস্ট'দের মত; পার্থক্য একটাই - ওরা টাকা পায়, আমরা মাগনা। দেশের অবস্থা যে কতটা খারাপ, তা আমাদের এই বেকারত্ব দেখেই আন্দাজ করা যায়।
.
.
.
১২। হতাশ হই, কষ্ট পাই, গালি দেই, নিজেকে বিচ্ছিন্ন করে চোখ বুজে থাকার চেষ্টা করি - তবুও তো এখনো ভালো কিছু ঘটার জন্য অপেক্ষা করি। "ভালো কিছু"টা যে কি, সেটাও কি ঠিকমত জানি আমরা?
ভালো থাকুন সবাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন