বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

ফার্স্ট ক্লাস সিটিজেন

ফার্স্ট ক্লাস সিটিজেন


এক সময় অনেক বড় গলা নিয়ে বলতাম, নিজের দেশে ফার্স্ট ক্লাস জীবন ফেলে বিদেশে গিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকব কেন?

ভাই রে, বিদেশের সেকেন্ড ক্লাস সিটিজেনের'ও জীবনের দাম আছে, ব্যক্তিস্বাধীনতা আছে, দুই পয়সা রোজগার করেও সম্মান নিয়ে বেঁচে থাকার উপায় আছে; আমার এই দেশের ফার্স্ট ক্লাস জীবন আমাকে যা উপহার দিচ্ছে দিন দিন - বড়ই হতাশ হয়ে যাচ্ছি।

একসময় বিজ্ঞাপনে ব্যবহার হত "টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো ..."; আর এখন ব্যবহার হয় "কে এই দেশপ্রেমিক?"...--- সেইম কনসেপ্ট, দুইটাই ফ্যান্টাসি, আকাশ-কুসুম কল্পনা। ওই যুগেও ঘোড়ায় চড়ে রাজার কুমার আসত না; দেশপ্রেমিক নামক ডাইনোসরদেরও এই যুগে ফেইসবুক ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। (হাতে গোনা ২/১ জনের উদাহরণ টেনে এনে জ্ঞান ঝাড়ার চেষ্টা করবেন না; চেষ্টা করলে ওই যুগেও কিছু রাজার কুমার খুঁজে বের করে ফেলা পসিবল)

সরি, আমি খুব কমই নৈরাশ্ববাদী চিন্তা করি; কিন্তু কয়েকদিন ধরে শালার কিছুই ভালো লাগছেনা।

রবি'র বন্ধুরা মাইন্ড কইরো না, আমি আসলে জাস্ট নিজের উপর পিসড অফ।



এক সময় অনেক বড় গলা নিয়ে বলতাম, নিজের দেশে ফার্স্ট ক্লাস জীবন ফেলে বিদেশে গিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকব কেন?

ভাই রে, বিদেশের সেকেন্ড ক্লাস সিটিজেনের'ও জীবনের দাম আছে, ব্যক্তিস্বাধীনতা আছে, দুই পয়সা রোজগার করেও সম্মান নিয়ে বেঁচে থাকার উপায় আছে; আমার এই দেশের ফার্স্ট ক্লাস জীবন আমাকে যা উপহার দিচ্ছে দিন দিন - বড়ই হতাশ হয়ে যাচ্ছি।

একসময় বিজ্ঞাপনে ব্যবহার হত "টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো ..."; আর এখন ব্যবহার হয় "কে এই দেশপ্রেমিক?"...--- সেইম কনসেপ্ট, দুইটাই ফ্যান্টাসি, আকাশ-কুসুম কল্পনা। ওই যুগেও ঘোড়ায় চড়ে রাজার কুমার আসত না; দেশপ্রেমিক নামক ডাইনোসরদেরও এই যুগে ফেইসবুক ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। (হাতে গোনা ২/১ জনের উদাহরণ টেনে এনে জ্ঞান ঝাড়ার চেষ্টা করবেন না; চেষ্টা করলে ওই যুগেও কিছু রাজার কুমার খুঁজে বের করে ফেলা পসিবল)

সরি, আমি খুব কমই নৈরাশ্ববাদী চিন্তা করি; কিন্তু কয়েকদিন ধরে শালার কিছুই ভালো লাগছেনা।

রবি'র বন্ধুরা মাইন্ড কইরো না, আমি আসলে জাস্ট নিজের উপর পিসড অফ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন